Advertisement
Advertisement
Jadavpur University

‘আধঘণ্টায় ঠান্ডা করে দেব’, যাদবপুরের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে বিজেপি বিধায়ক

বিজেপি বিধায়কের মন্তব্যে শুরু রাজনৈতিক চাপানউতোড়।

BJP MLA Amarnath Sakha's controversial remarks on Jadavpur University issue

বক্তব্য রাখছেন বিজেপি বিধায়ক। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:March 9, 2025 1:59 pm
  • Updated:March 9, 2025 1:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে গত এক সপ্তাহ ধরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্তা, গাড়ি ভাঙচুর-সহ দুই পড়ুয়ার জখম হওয়ার ঘটনায় উত্তপ্ত বিশ্ববিদ্যালয় চত্বর। ক্লাস ও পরীক্ষা বয়কটের সিদ্ধান্তে অনড় এসএফআই ও অন্যান্য অতি বামপন্থী ছাত্র সংগঠনগুলি। ওই ঘটনায় রাজ্য রাজনীতিও উত্তাল। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। যাদবপুরের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন তিনি। “বিজেপিকে ছেড়ে দিলে আধঘণ্টার মধ্যে ঠান্ডা করে দেব।” এই বক্তব্যের পর চাপানউতোড় শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে।

Advertisement

গতকাল শনিবার বাঁকুড়ার ওন্দায় বিজেপির কর্মী সম্মেলন ছিল। সেখানেই বক্তব্য রাখেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। ‘ভুয়ো’ ভোটার ইস্যু-সহ এলাকার বিডিওকে নিশানা করে তিনি বক্তব্যে সুর চড়াচ্ছিলেন। তাঁর বক্তব্যের অংশে উঠে আসে যাদবপুর প্রসঙ্গও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। সেজন্য তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে নিশানা করেন। সিপিএম ও তৃণমূলের জন্য যাদবপুরে এই পরিস্থিতি তৈরি হয়ে আছে। এরপর আরও সুর চড়িয়ে তিনি দাবি করেন, বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব সবুজসংকেত দিলে তাঁরাও তৈরি। বিজেপি, এবিভিপির কার্যকর্তাদের হাতে ছেড়ে দিলে‌ আধঘণ্টার মধ্যে পরিস্থিতি ঠান্ডা করে দেবেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বঙ্গ বিজেপিও। বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এর আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁদের উপর ছেড়ে দিলে যাদবপুরের পরিস্থিতি ‘শান্ত’ করে দেওয়ার বার্তা দিয়েছিলেন। এভিবিপির তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয়ে সার্জিকাল স্ট্রাইকের হুঙ্কারও দেওয়া হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদবপুর ইস্যুতে রবিবার মিছিল করেন দক্ষিণ কলকাতায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ