সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলা’, নিজে মুখে সেকথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও বাংলা ভাগের দাবি থেকে সরছে না বিজেপি। সৌমিত্র খাঁ’র পর এবার পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি বিধায়কের দাবি নিয়ে চলছে জোর আলোচনা।
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে নিজেদের মতো করে রণকৌশল সাজাচ্ছে শাসক-বিরোধী উভয়পক্ষ। জনসংযোগের লক্ষ্যে নানা কর্মসূচি করছেন প্রত্যেকে। তেমনই শনিবার বাঁকুড়ার মুড়াকাটায় জনসংযোগ কর্মসূচি ছিল বিজেপির। তাতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Shakha)। মঞ্চে দাঁড়িয়ে পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব হন তিনি। বলেন, “পঞ্চায়েতের ঘণ্টা বেজে যাবে। পঞ্চায়েত ভোটের পর পরিবর্তন আসবেই। আমরা রাঢ়বঙ্গের মানুষ বঞ্চিত। পঞ্চায়েত ভোটে বিজেপি ভাল ফল করলে অমিত শাহের কাছে পৃথক রাঢ়বঙ্গের দাবি জানাব। তাই আপনারা সকলে ভোট দিন।”
শুধু অমরনাথ শাখা নয়। এর আগে বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও পৃথক জঙ্গলমহলের দাবিতে সরব হয়েছিলেন। বঞ্চনার অভিযোগ তুলেই সে দাবি করেছিলেন তিনি। পৃথক উত্তরবঙ্গের দাবিও তুলেছেন জন বার্লা-সহ বেশ কয়েকজন। যদিও নিজের দাবিতে পাশে পাননি গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বদের প্রায় কাউকেই। কারণ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, বঙ্গভঙ্গ তাঁরা চান না। এবার সেই একই কথা বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
তবে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু করেছে বিরোধীরা। তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিজেপি বিধায়ককে তোপ দেগেছেন। বিজেপি বিধায়কের পৃথক রাঢ়বঙ্গের দাবিকে ‘পাগল প্রলাপ’ বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর মতে, কোনও ইস্যুতে বলার সুযোগ না পেয়ে এসব বলেছেন বিজেপি বিধায়ক। বাংলায় বিজেপির থাকার অধিকার আছে কিনা, তা সাধারণ মানুষ স্থির করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.