বিতর্কে পাড়ার বিজেপি বিধায়ক নদীয়ার চাঁদ বাউরি। প্রতিদিন চিত্র
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দক্ষিণ কলকাতার ল’কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদ কর্মসূচিতে বেফাঁস বিজেপি বিধায়ক। রবিবার পুরুলিয়ার সাঁওতালডিহি থানার অন্তর্গত ভজুডি কোল ওয়াশরি ফাঁড়িতে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে নদিয়ার চাঁদ বাউরি মুখ ফসকে বলে ফেলেন, “মানুষের ভোটে বিধায়ক হয়েছি মানুষকে হেনস্তা করার জন্য।” তাঁর ওই বক্তব্য-র ভিডিও সোমবার রীতিমতো ভাইরাল হয়ে যায়।
ঠিক কী বলেছিলেন পদ্ম বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি?
একাধিক পুলিশ কর্মীর সামনে তাঁদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা রাজনীতি করছেন। রাজনীতি করতে চাইলে করুন। তবে ঝান্ডা ধরুন। টিএমসির ঝান্ডা ধরুন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের ঝান্ডাও ধরতে পারেন। আমরা মানুষের ভোটে বিধায়ক হয়েছি মানুষকে হেনস্থা করার জন্য। আপনারা আমাদেরকে চক্রান্ত করে বিজেপি করাটা বন্ধ করে দিতে চাইছেন। শাসকের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। মানুষের সহযোগিতা করুন। রাজনীতি করবেন না। টিএমসিকে মদত করলে আমাদের আন্দোলন চলবে।”
সোমবার দিনভর এহেন বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে তাঁকে ট্রোল হতে হয়। কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। সোমবার রাতে সংবাদ প্রতিদিনকে তিনি বলেন,”ওই কথা আমার ভুলবশত মুখ দিয়ে বার হয়ে গিয়েছে। এর জন্য আমি ক্ষমা চাইছি। ” এদিকে ওই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সমালোচনা করতে ছাড়েনি শাসক দল তৃণমূল। পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক রাজীবলোচন সোরেন বলেন, “ওই বিধায়ক খুব একটা ভুল কথা বলেননি। যেটা সত্যি সেটাই ওঁর মুখ দিয়ে বার হয়ে গিয়েছে। ” এদিন বিজেপি বিধায়কের ওই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যম-সহ জেলার রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.