Advertisement
Advertisement

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে মমতার ভূয়সী প্রশংসা বিজেপি প্রধানের, ধন্যবাদ জানাল তৃণমূল

প্রধানের মুখে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী প্রশংসার ঘটনায় রীতিমত অস্বস্তিতে বিজেপি।

BJP Panchayat Pradhan praised Mamata Banerjee's Amader Para, Amader Samadhan scheme

ফাইল ছবি।

Published by: Monishankar Choudhury
  • Posted:August 14, 2025 12:48 pm
  • Updated:August 14, 2025 1:04 pm   

জ্যোতি চক্রবর্তী: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে আপ্লুত! মমতা সরকারের পরিষেবায় মুগ্ধ,-উচ্ছ্বসিত বিজেপি নেতা তথা গ্রামপ্রধান সমীর বিশ্বাস! বুধবার শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। আর এনিয়েই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে তরজা। পালটা, পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ জানিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

Advertisement

বিধানসভা ভোটের বাকি কয়েকটা মাস। নাগরিক সমস্যা সমাধানে নয়া প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। সরকারি আধিকারিক এলাকায় পৌঁছে মানুষের সমস্যার কথা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সমধানের পথ বার করছেন। ইতিমধ্যে নয়া প্রকল্প যথেষ্ট সাড়া পেয়েছে। এবার বিরোধী দলের নেতার মুখেও রাজ্য সরকারের নয়া প্রকল্প প্রশংসিত।

রাজ্যের বিভিন্ন জায়গার মতো উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। সেই মত বুধবার করঙ্গ এফপি স্কুলের একটি শিবিরে উপস্থিত ছিলেন কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সমীর বিশ্বাস। শিবিরে দাঁড়িয়ে সমীরবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন। পাশাপাশি এইসব প্রকল্পগুলি শুরু করবার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান। আর এভাবে প্রকাশ্যে প্রধানের মুখে মুখ্যমন্ত্রী প্রশংসার ঘটনায় রীতিমত অস্বস্তিতে বিজেপি।

তবে মুখ্যমন্ত্রী এবং সরকারের প্রকল্পের প্রশংসা করায় প্রধানকে ধন্যবাদ জানিয়েছে শাসকদল তৃণমূল। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষও ছুঁড়ে দিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল ঘোষ বলেন, ”প্রধান তাঁর জাগ্রত বিবেক থেকে বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়ন করছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই।” বিজেপিকে কটাক্ষ করে উজ্জ্বল ঘোষ আরও বলেন, ”সরকারের ভালো প্রকল্পগুলি বিজেপি নেতারা চোখে দেখতে পারেন না। বিজেপির প্রধান হয়েও সত্যিটা বলতে পেরেছেন।”

বিজেপি প্রধানের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা।

একই সঙ্গে সমীর বিশ্বাসের প্রশংসা করেছেন বাগদা বিধানসভার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি জয়ন্ত বিশ্বাসও। তাঁর কথায়, বিজেপি নেতারা সবসময় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন। সেখানে দাঁড়িয়ে যে বক্তব্য সমীরবাবু রেখেছেন তা প্রশংসার যোগ্য। বিরোধী দলের প্রধান হয়েও উনি বুঝতে পেরেছেন মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে দিকে দিকে উন্নয়ন করছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করায় কি দলে চাপের মুখে পড়তে পারেন? উত্তরে সমীর বিশ্বাস বলেন, ”প্রধানের চেয়ারে বসে কোনও রাজনীতি করতে পারি না, এটি একটি সরকারি প্রকল্প।” তাঁর যুক্তি, ”এই টাকা সাধারণ মানুষের করের টাকা। সেই টাকা যদি সঠিক কাজে লাগে তাহলে নিঃসন্দেহে খুশি থাকব। তবে কে কি বলছে, তা দেখার সময় নেই। যেটা ভালো সেটা তো বলতেই হবে।” এই প্রসঙ্গে বিজেপির প্রধান আরও বলেন, “সরকারি প্রকল্প সবার। সেখানে সবার যাওয়া উচিত। টাকা সঠিক কাজে ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখাও পঞ্চায়েত প্রধানের কাজ।”

এ ব্যাপারে বিজেপির বনগাঁ জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, “উনি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে গিয়ে থাকলে সেটি তাঁর ব্যক্তিগত ব্যাপার। দল সমর্থন করে না।” এই বিষয়ে দল যে কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের কাছে কৈফিয়ত চাইবে তাও স্পষ্ট করে দিয়েছেন বনগাঁ বিজেপি সভাপতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ