Advertisement
Advertisement

Breaking News

BJP

বিজেপি বিধায়কের বাড়িতে রক্তারক্তি! বুথ সভাপতিকে এলোপাথাড়ি অস্ত্রের কোপ দলীয় কর্মীর, চাঞ্চল্য বনগাঁয়

অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

BJP worker attacks booth president in Bangaon

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 14, 2025 6:50 pm
  • Updated:June 14, 2025 6:50 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কিছু দিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে বিজেপি বিধায়কের বাড়িতে গিয়েছিল দু’পক্ষই। সেখানে ঘটল রক্তারক্তি! বিধায়কের বাড়ির দালানেই বিজেপির বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জখম বিজেপির বুথ সভাপতি রামপ্রসাদ শিকদার হাসপাতালে ভর্তি। পলাতক বিজেপি কর্মী পলাশ ঢালি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি জমি নিয়ে এলাকার বুথ সভাপতির সঙ্গে ওই বিজেপি কর্মীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। আজ, শনিবার সকালে দু’পক্ষই ওই জমি বিবাদ মেটাতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, আচমকাই রামপ্রসাদ শিকদারে উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন বিজেপি কর্মী পলাশ ঢালি। প্রাণ বাঁচাতে বিধায়কের বাড়ির দালানেই ছুটে পালানোর চেষ্টা করেছিলেন রামপ্রসাদ। কিন্তু তাঁকে ধরে ফেলে অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় বলে অভিযোগ।

অন্যান্যরা রামপ্রসাদকে বাঁচানোর জন্য ছুটে যান। তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। আক্রান্ত বুথ সভাপতিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, ঘটনার সময় তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। অন্যদের চিৎকার-চেঁচামেচি শুনে তিনি ছুটে নিচে নামেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক। এই ঘটনার মধ্যে কোনও রাজনীতি নেই। এমনই জানিয়েছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement