ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার পঞ্চসায়র এলাকা৷ রবিবার সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। পঞ্চসায়র থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। তবে অশান্তি মিটলেও এখনও থমথমে এলাকা। পঞ্চসায়র এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, রবিবার পঞ্চসায়র সদস্য সংগ্রহ অভিযান চলছিল। সেই সময় আচমকা হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীর বাড়িতেও। পালটা ভাঙচুর চলে তৃণমূল কর্মীদের বাড়িতেও। ঘটনায় আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। দু’পক্ষের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনি। এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলেন, তৃণমূল কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি অভিযোগ করেন, প্রতি রবিবার সদস্য সংগ্রহের নামে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি।
যদিও কাউন্সিলরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আক্রান্ত এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, এদিন সকালে এক ছাত্রীকে উত্যক্ত করছিল এলাকার কয়েকজন তৃণমূল কর্মী। সেই ঘটনার প্রতিবাদ জানান ওই বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। এরপরই লাঠি, বাঁশ নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয় তৃণমূল কর্মীরা। অভিযোগ, অভিযুক্তরা ভাঙচুর করে পেশায় কেবল অপারেটর ওই ব্যক্তির বাড়িতে। কার্যত লন্ডভন্ড করে দেওয়া হয় ব্যবসার সামগ্রী। মারধর করা হয় মহিলাদেরও।
[আরও পড়ুন: ‘গোর্খাল্যান্ড কখনওই আমাদের ইস্যু ছিল না’, দিলীপ ঘোষের মন্তব্যে তুঙ্গে বিতর্ক]
ওই বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, ভাঙচুরের ঘটনার সময় ঘটনাস্থলে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ও পঞ্চসায়র থানার পুলিশ। তাঁদের কথায়, ঘটনার সময় কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন পুলিশ আধিকারিকরা। তাই পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও আতঙ্কে আক্রান্তের পরিবারের সদস্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.