অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস অর্থাৎ ২১ জুলাই পালটা রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কন্যা সুরক্ষা নিয়ে শিলিগুড়িতে সরকারি কার্যালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন তিনি। কিন্তু বিজেপির সেই কর্মসূচিতে অনুমতি দিল না পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ির পুুলিশ কমিশনার সি সুধাকর জানান, বিজেপিকে চিঠি পাঠিয়ে ওই কর্মসূচি বাতিলের কথা জানানো হয়েছে। তবে কর্মসূচির আইনি অনুমোদন চেয়ে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যুব মোর্চা মামলা করতে চলেছে বলে জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
কসবার আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর বিরোধী শিবির রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ তুলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে ‘কন্যা সুরক্ষা’ কর্মসূচি ঘোষণা করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ইস্যুতে মিছিল করার কথা বিজেপির। ২১ জুলাই, শহিদ দিবসের মতো শাসক শিবিরের গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। একদিকে কলকাতায় যখন তৃণমূল কর্মীদের জমায়েত হবে, সেসময় বিরোধী শিবির রাজ্যের অপর প্রান্তে মিছিলের পরিকল্পনা করেছে। কিন্তু পুলিশ সেই কর্মসূচির অনুমতি দিল না।
এনিয়ে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের প্রতিক্রিয়া, ”ভারতীয় জনতা যুব-মোর্চার ডাকে ২১ জুলাই ‘উত্তরকন্যা চলো’ অভিযান। পুলিশের বড়কর্তারা মেরুদণ্ড সরকারের কাছে রেখে কাজ করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এ রাজ্যে বিরোধীরা সামান্যতম কোনও কর্মসূচি নিলেও তা করতে দেওয়া হয় না। আর তৃণমূলের দুষ্কৃতীদের দাপট দেখানোর অনুমতি মেলে। যাবতীয় অনুষ্ঠান, কর্মসূচিতে কোথাও কোনও বাধা নেই। শুধু ভারতীয় জনতা পার্টির প্রতিবাদের অনুমতি নেই। এটা বোধহয় রাজ্যের সর্বকালীন লজ্জার রেকর্ড।” এরপরই যুব মোর্চার তরফে জলপইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছে। এনিয়ে তৃণমূল নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেব বলেন, ”আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলে নিশ্চয়ই পুলিশ অনুমোদন দেবে না। সেটা পুলিশই ভালো বুঝবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.