Advertisement
Advertisement
Black Cheetah

মিরিকের রাস্তায় বিরল দৃশ্য! দেখা দিয়েই চোখের পলকে উধাও জোড়া কালো চিতা

বনদপ্তরের তরফে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।

black cheetah was spotted on the streets of Mirik

দার্জিলিংয়ের রাস্তায় কালো চিতা।

Published by: Suhrid Das
  • Posted:July 26, 2025 5:56 pm
  • Updated:July 26, 2025 6:23 pm   

ধনরাজ ঘিসিং, দার্জিলিং: কানাঘুষো আগেই শোনা গিয়েছিল। এবার সচক্ষে দেখা গেল। দার্জিলিংয়ের রাস্তায় দেখা গেল বিরল প্রজাতির দুটি কালো চিতা। সেই ভিডিও ঘিরে জোর চর্চা শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে। বনদপ্তরও এই কালো চিতার উপস্থিতি নিয়ে তথ্য জোগাড় করছে বলে খবর।

Advertisement

দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে সোল মাডের জঙ্গল পড়ে। সেখানেই রাস্তায় ওই জোড়া কালো চিতা দেখা গিয়েছে বলে খবর। একজন ভ্লগার গতকাল, শুক্রবার ওই রাস্তায় যাচ্ছিলেন। তখন রাস্তার ধারের জঙ্গলের মধ্যে কালো রঙের কিছু একটা দেখে তিনি বাইক থামিয়ে দিয়েছিলেন। এরপরই মোবাইল ফোন বার করে তিনি ভিডিও করেন। দেখা যায়, জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল একটি কালো চিতা। প্রায় সঙ্গে সঙ্গেই আরও একটি কালো চিতাও বেরিয়ে আসে জঙ্গল থেকে। প্রায় চোখের পলকে দুটি কালো চিতা রাস্তা থেকে বনের মধ্যে হারিয়ে যায়।

বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের তাকদাহ ছয়মাইল এলাকায় এই ধরনের কালো চিতা দেখা যায়। সুকিয়া পোখরি ও জোর পোখরির সীমান্তবর্তী এলাকাতেও অন্য ধরনের চিতাবাঘ দেখা গিয়েছে বলে খবর। অতীতে কার্শিয়াংয়ের ডাউহিল ও মানেভঞ্জনের রাস্তাতেও কালো চিতা দেখা গিয়েছিল। কিন্তু চিতার রং কেন কালো হয়? বিশেষজ্ঞদের মতে, কোষ বিভাজনের মধ্যে দিয়ে অনেক সময় মেলানিস্টিক রংয়ের এই চিতা তৈরি হয়। বনদপ্তরের সুখিয়াপোখরির বিট অফিসার নীলু রাই বলেন, “ঘটনার কথা শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।” তিনি আরও জানিয়েছেন, জেনেটিক কারণে চিতাবাঘের শরীরে কালো রঙের পরিমাণ বেড়ে যায়। এটি মেলানিস্টিক রঙের সাধারণ চিতাবাঘ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ