Advertisement
Advertisement

Breaking News

Nandigram

পাটের সুতো ধরতেই ‘বিস্ফোরণ’, নন্দীগ্রামে হাত উড়ল বৃদ্ধার!

তদন্ত শুরু করেছে পুলিশ।

Blast in Nandigram, an elderly woman injured
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 19, 2025 2:02 pm
  • Updated:June 19, 2025 2:02 pm  

সৈকত মাইতি, তমলুক: পাটের সুতো ভেবে হাত দিতেই বোমা বিস্ফোরণ। ছিন্নভিন্ন হয়ে গেল বৃদ্ধার হাত। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কালীচরণপুরে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা। কিন্তু কীভাবে বৃদ্ধার বাড়ি সংলগ্ন এলাকায় এল বোমা? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আহত বৃদ্ধার নাম নিহারি দাস অধিকারী। তাঁর বয়স ৬৬ বছর। নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর জলপাইগ্রামের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে পরিত্যক্ত জায়গায় পাটের সুতো জাতীয় কিছু পড়ে থাকতে দেখেন বৃদ্ধা। কী রয়েছে, দেখতে হাত দিতেই ভয়ংকর কাণ্ড। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়ে যান বৃদ্ধা। উড়ে যায় তাঁর হাতের একাংশ।

তড়িঘড়ি বাসিন্দারা বৃদ্ধাকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথা থেকে বোমা এল ওই জায়গায়? এর পাশাপাশি বিস্ফোরকের উৎস ও প্রকৃতি জানার চেষ্টায় তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement