Advertisement
Advertisement
Baruipur

বাধা হতে পারেনি দৃষ্টিশক্তি, মাধ্যমিকে ৮০ শতাংশের বেশি নম্বর পাওয়া আকাশদের স্বপ্ন বিশ্বজয়

সন্তানদের এই ফলাফলে খুশি অভিভাবকরাও।

Blind students of Baruipur score over 80 percent marks in Madhyamik

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:May 2, 2025 9:17 pm
  • Updated:May 2, 2025 9:17 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: চোখে দেখতে পায় না ওঁরা। কিন্তু আকাশজোড়া স্বপ্ন আছে অন্যদের মতোই। জীবনের চলার পথে বড় হবে। মানুষের মতো মানুষ হয়ে উঠবে তারা। সেই ইচ্ছাই জানিয়েছেন। আজ শুক্রবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হল। অন্যান্যদের মতো তারাও তাক লাগিয়ে দিয়েছে ফলাফলে। অন্যান্য বছরের মতো এবারেও মাধ্যমিক পরীক্ষার ফলাফলে চমক দেখাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস একাডেমির পড়ুয়ারা। ওই একাডেমির দৃষ্টিহীন পড়ুয়ারা এবারেও মাধ্যমিক পরীক্ষায় দারুন ফলাফল করেছে। দৃষ্টিহীনতা তাদের কাছে কোনও বাধা নয়। সেটাই তারা এবারের মাধ্যমিকের ফলাফলে প্রমাণ করে দিয়েছে।

Advertisement

এবারে নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েস অ্যাকাডেমি থেকে মোট ১৫ জন দৃষ্টিহীন পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। তারা সকলেই প্রথমেই বিভাগে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে দৃষ্টিহীন ছাত্র আকাশ দাস স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬০৮। এছাড়াও গৌরাঙ্গ প্রামাণিক ৬০০ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় এবং সৌরভ দেবনাথ ৫৯৯ নম্বর পেয়ে স্কুলে তৃতীয় স্থান রয়েছে। তানভীর ইসলাম ৫৮০ নম্বর পেয়ে স্কুলে চতুর্থ স্থানে রয়েছে। দৃষ্টিহীন হয়েও তাদের এই ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষ।

গত বছরের তুলনায় এবার স্কুলের মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেকটাই ভালো হয়েছে। এমনই জানিয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস অ্যাকাডেমির অধ্যক্ষ ব্রহ্মচারী অসীম চৈতন্য। তিনি বলেন, “গরিব পরিবারের দৃষ্টিহীন ছাত্ররা এই স্কুলে পড়াশোনা করে। প্রতিবারই তারা মাধ্যমিকে ভালো ফলাফল করে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবারেও প্রতিটি ছাত্র ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৭ জন ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ১০ জন ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। সব মিলিয়ে এবারেও ছাত্ররা ভালোই ফল করেছে। ওদের ফলাফলে আমরা খুশি।” সন্তানদের এই ফলাফলে খুশি অভিভাবকরাও। আগামী দিনে আরও বড় হয়ে উঠুক তারা। সেই কথাই জানাছেন অভিভাবকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ