Advertisement
Advertisement
Sonarpur

রাতে বন্ধুদের সঙ্গে পার্টি! সোনারপুরে বাড়ির পাশ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

খুন নাকি অন্য কিছু?

Bloody body of young man recovered from near house in Sonarpur

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:August 29, 2025 5:44 pm
  • Updated:August 29, 2025 5:44 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাড়ির পাশেই উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। মৃত যুবকের নাম অসীম জানা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ‘খুন’ নাকি অন্য কিছু? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনার রাতে বন্ধুদের সঙ্গে ওই বাড়িতে পার্টি চলছিল। মদ্যপানের আসর বসেছিল বলেও খবর!

Advertisement

জানা গিয়েছে, বছর ৩২-এর অসীম সরকার প্রায় একবছর আগে কামরাবাদ এলাকার ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেখানেই তিনি নিয়মিত থাকতেন বলে খবর। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ওই বাড়িতে বন্ধুরা এসেছিলেন বলে খবর। রাতে পার্টি হয়েছে। মদ্যপানও চলছিল বলে খবর। গভীর রাতে স্থানীয়রা সজোরে কিছু উপর থেকে নিচে পড়ার আওয়াজ পেয়েছিলেন। স্থানীয়রা বাইরে বেরিয়ে এসে খোঁজাখুঁজি করেন। দেখা যায় ওই বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই যুবক।

খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ গিয়ে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। কারণ, রাতে কোন বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন ওই যুবক? মদ্যপানের পর কি যুবক ছাদে গিয়েছিলেন? সেখানে পাঁচিলের ধারে যেতেই অসতর্ক হয়ে ছাদ থেকে পড়ে যান তিনি? নাকি ছাদ থেকে কেউ বা কারা তাঁকে ঠেলে ফেলে দিয়েছে? পার্টি চললেও কেন কাউকে ওই বাড়িতে পাওয়া গেল না? ‘খুন’ নাকি নিছক দুর্ঘটনা? সেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ