বারাসত আদালত চত্বরে চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র
অর্ণব দাস, বারাসত: রণক্ষেত্র আদালত চত্বর! অভিযোগ, আইনজীবীদের হাতে রক্তাক্ত হলেন এক পুলিশ কর্মী। মঙ্গলবার বিকেলে বারাসত জেলা আদালতে এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। যার সাক্ষী থাকল ব্যস্ত ‘কোর্টের মাঠ’। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। বারাসত আদালতের আইনজীবী দুলাল সরকার পরিবারের সঙ্গে একটি চার চাকা গাড়িতে করে টাকি রোড ধরে দত্তপুকুরের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, কাজিপাড়া পেরিয়ে তাঁদের গাড়ি বামনগাছি সংলগ্ন একটি পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছিল। সেসময় কয়েকজনের সঙ্গে বচসা হয়। আইনজীবী-সহ আত্মীয়দের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
আক্রান্তরা চিকিৎসার জন্য বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। দত্তপুকুর থানায় আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগও দায়ের হয়। তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়েছিল। পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশও দেন বিচারক। অভিযোগ, বিকেলের পর ধৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় আইনজীবীদের একটি অংশ তাদের উপর চড়াও হন। ঘটনায় উত্তেজনা ছড়ায়। বারাসত থানার এএসআই সুপ্রিয় ভদ্র পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন। আইনজীবীদের একাংশের ক্ষোভ গিয়ে পড়ে তাঁর উপর। ভিড় চড়াও হলে রক্তাক্ত হন তিনি।
বারাসত জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক সমাজপতি আক্রান্তকে উদ্ধার করেন। ঘটনায় এক সাংবাদিকও জখম হন বলে খবর। অলোক সমাজপতি বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি জানি না পুলিশকর্মী কীভাবে আহত হয়েছেন। আমি তাঁকে উদ্ধার করেছি। আমরা আইন মেনেই চলি।” বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খড়িয়া বলেন, “কর্মরত অবস্থায় পুলিশকে রক্তাক্ত হতে হল। এটা খুবই দুর্ভাগ্যজনক। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। যারাই অভিযুক্ত থাকুক, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.