প্রতীকী ছবি।
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: গাছের একই ডালে মিলল যুগলের গলায় ফাঁস লাগানো মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে। এদিন সকালে ওই দুই মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরকীয়ার থেকে কি এই ঘটনা? নাকি অন্য কোনও ঘটনা? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে আজ, মঙ্গলবার সকালে স্থানীয়রা গরু চরাতে গিয়েছিলেন। বেলা সাড়ে ১০টা নাগাদ কয়েকজন মহিলা দেখতে পান, একটি গাছের একই ডাল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দু’জনের মৃতদেহ ঝুলছে। আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। পুলিশ গিয়ে ওই দু’জনের মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম লোটন বাউরি(৩২)। তাঁর বাড়ি দুর্গাপুর-ফরিদপুর থানার জামগড়া এলাকায়। মৃত তরুণী বিবাহিতা বলে জানা গিয়েছে।
ওই যুবক ও তরুণীর মধ্যে কি পরকীয়া সম্পর্ক ছিল? সেই সম্পর্ক জানাজানি হতেই কি একসঙ্গে ‘আত্মহত্যা’র পথ বেছে নেন দু’জনে? নাকি অন্য কোনও ঘটনা? খুন করা হয়েছে তাঁদের? সেসব বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। এদিন রাত পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে। ওই দু’জন স্থানীয় নন বলেই এলাকার বাসিন্দারা জানিয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসেনজিৎ মাকুর নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমরা গরু চরাতে এসেছিলাম। আমাদের কয়েকজন মহিলা দেখেন দু’জনের ঝুলন্ত দেহ। তারপরেই আমরা পুলিশকে খবর দিই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.