Advertisement
Advertisement
Bankura

প্রেমের সম্পর্কের ভয়াবহ পরিণতি! বউদি-দেওরের দেহ উদ্ধার কংসাবতীর ধারে

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Bodies of bride and brother-in-law recovered in Bankura

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:October 5, 2025 6:34 pm
  • Updated:October 5, 2025 6:34 pm   

দেবব্রত দাস, খাতরা: বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান দেখতে বেরিয়ে উধাও হয়েছিলেন দেওর ও বউদি। পরে গাছের ডাল থেকে উদ্ধার হল দু’জনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর থানার ধানাড়া এলাকায়। মৃত দু’জনের নাম রেবতী মাঝি ও সত্য মাঝি। তাঁদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে খবর।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাইপুর থানার ধানাড়া পঞ্চায়েতের পেঁচালা গ্রামে দু’জনের বাড়ি। তাঁরা দু’জনে সম্পর্কে বউদি ও দেবর। বছর চব্বিশের সত্য মাঝির সঙ্গে ৩৫ বছরের রেবতী মাঝির প্রেমের সম্পর্ক ছিল! সেকথা জানাজানি হতে দুই পরিবারের মধ্যে প্রবল অশান্তিও হয়। তবুও দু’জনের মধ্যে সম্পর্কের ঘনিষ্টতা কমেনি বলে খবর। দুই পরিবারের অশান্তির জেরেই দু’জনে ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

গতকাল রাতে দু’জনে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে আর তাঁদের কোনও খোঁজ মেলেনি। আজ, রবিবার সকালে আমলাপাল গ্রামের কংসাবতী নদীর তীরের একটি গাছে দু’জনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। একটি দড়িতেই দুটি দেহ ঝুলছিল বলে খবর। পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রাইপুর থানার পুলিশের এক আধিকারিক বলেন, “আমলাপাল গ্রামের পাশে কংসাবতী নদী তীরবর্তী একটি গাছ থেকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় এক বধূ ও যুবকের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।” দু’জনের সম্পর্ক নিয়ে দুই পরিবার প্রকাশ্যে কোনও কথা বলতে রাজি হয়নি। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ