প্রতীকী ছবি
অরিজিৎ গুপ্ত, হাওড়া: ইস্ট-ওয়েস্ট বাইপাসে চ্যাটার্জিপাড়া মোড়ে রেলওভার ব্রিজের নীচে রাস্তার উপর এক ব্যক্তির মুন্ডু কাটা দেহ উদ্ধার হলো। রাস্তার উপর ওই ব্যক্তির একদিকে দেহ অন্যদিকে মুন্ডু পড়েছিলো। শুক্রবার ভোরে রাস্তায় এই দৃশ্য দেখে শিউড়ে ওঠেন পথচলতি লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শালিমার জিআরপি। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ওই ব্যক্তির দেহ রেলের ওভারব্রিজ থেকে ছিটকে নীচে রাস্তায় পড়ে যায়। পুলিশের অনুমান, রাত সাড়ে ১১টা নাগাদ ওই ব্যক্তি রেললাইন ধরে হেঁটে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। দাসনগর ও টিকিয়াপাড়া স্টেশনের মাঝে চ্যাটার্জিপাড়া রেল ব্রিজের ওপর উঠতেই তাঁর সামনে কোনও ট্রেন চলে আসে। তখনই তিনি সরতে না পারায় ওই ট্রেনে কাটা পড়ে যান। প্রায় সারা রাত মুন্ডু ও ধর আলাদা হওয়া দেহ রাস্তায় পড়েছিলো।
মৃত ব্যক্তির পকেট থেকে একটি পরিচয়পত্র পাওয়া যায় তা থেকে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তির নাম আলি হোসেন, বয়স ৩৯ বছর। বাড়ি মালদার হরিশচন্দ্রপুরে। তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করেন। হাওড়ার আমতাতে কোনও একটি কাজ করতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতেই ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেহ সনাক্তকরণের জন্য শালিমার জিআরপিতে ডেকে পাঠানো হয়। তবে বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন তা জানার চেষ্টা করছেন জিআরপির তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.