Advertisement
Advertisement
Santoshpur

সন্তোষপুরে রেললাইনের পাশে যাদবপুরের মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি আত্মহত্যা?

তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a woman found beside railway track in Santoshpur
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 29, 2025 9:59 am
  • Updated:August 29, 2025 9:59 am  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মহেশতলার সন্তোষপুরে রেললাইনের পাশে মিলল মহিলার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু? খুন, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মহেশতলা থানার সন্তোষপুর পাহাড়পুর রোডের রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায়। মহেশতলা থানার পুলিশ ও জিআরপি গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই মহিলাকে উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মহিলার দেহের পাশে একটি ব্যাগ পড়েছিল। সেই ব্যাগের থেকে মোবাইল চার্জার, আধার কার্ড পায় পুলিশ।

ওই আধার কার্ড থেকেই মহিলার নাম, ঠিকানা জানতে পারে পুলিশ। জানা যায়, ওই মহিলার নাম রিঙ্কু সমাদ্দার (৩৯)। বাড়ি কলকাতার যাদবপুরে। কীভাবে ওই মহিলা যাদবপুর থেকে মহেশতলার সন্তোষপুর এলেন? আত্মঘাতী হয়েছেন নাকি খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয় লাইনের পাশে? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কথা বলা হচ্ছে তদন্তকারীদের সঙ্গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement