Advertisement
Advertisement
Murshidabad

মুর্শিদাবাদে তিলের খেতে তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ! ধর্ষণের পর প্রমাণ লোপাটে খুন?

তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a woman found in Murshidabad

ছবি: সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 3, 2025 10:04 am
  • Updated:June 3, 2025 10:48 am   

শাহাজাদ হোসেন, ফরাক্কা: সাতসকালে তিলের খেতে তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কে ওই তরুণী? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণের পর প্রমাণ লোপাটে খুন করা হয়েছে তরুণীকে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানিনগর পঞ্চায়েতের ভাটুপাড়ার বাসিন্দারা তিল খেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখনই তাঁরা দেখেন জমিকে কিছু একটা পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় কাছে যেতেই ভয়ংকর দৃশ্য। দেখেন পড়ে তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। দেহের পাশ থেকে মিলেছে একটি জুতো।

কিন্তু কে ওই তরুণী? স্থানীয়দের দাবি, মৃতা এলাকার বাসিন্দা নন। পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স ১৮-১৯ বছর। মনে করা হচ্ছে, অন্যগ্রামের বাসিন্দা ওই তরুণীকে ধর্ষণের পর প্রমাণ লোপাটে খুন করা হয়। তারপর দেহ ফেলে দেওয়া হয়েছে তিল খেতে। তদন্তকারীরা জানিয়েছেন, অবিলম্বে মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে। প্রথমে মৃতার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তা জানা গেলেই রহস্যভেদের পথ খানিকটা সহজ হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ