প্রতীকী ছবি
অর্ক দে, বর্ধমান: বর্ধমানের শরৎপল্লিতে পশ্চিম মেদিনীপুরের ছাত্রীর রহস্যমৃত্যু। মেস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কান্নায় ভেঙে পড়েছে মৃতার পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম কোয়েল অধিকারী। বয়স ২১ বছর। মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা ওই ছাত্রী।পড়তেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এমএসসির জুলজি বিভাগের পার্ট ১ এর ছাত্রী ছিলেন তিনি। থাকতেন বর্ধমান শহরের শরৎপল্লি এলাকায়। শনিবার সন্ধ্যায় আচমকা দুর্ঘটনা। মেসের বাথরুমে ঝুলন্ত অবস্থায় মেলেন তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ছুটে যান পুলিশ আধিকারিকরা।
তড়িঘড়ি ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? পরিবার সম্পূর্ণ ধোঁয়াশায়। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। অবিলম্বে গোটা বিষয়টার কিনারা করার দাবিতে সবর পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানা গিয়েছে, মৃতার পরিবার ও মেসের অন্যান্য আবাসিক, বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা হবে। তাতেই রহস্যভেদ হবে বলে আশাবাদী তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.