Advertisement
Advertisement
Barrackpore

ঘর থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ! নেশায় আসক্তির পরিণতি?

তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a youth found in Barrackpore
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 30, 2025 7:08 pm
  • Updated:June 30, 2025 7:08 pm  

অর্ণব দাস, বারাকপুর: ঘর থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বারাকপুরের পূর্ব রবীন্দ্রপল্লি এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের কারণে এই ঘটনা।

জানা গিয়েছে, মৃতের নাম কুণাল চক্রবর্তী (৩৩)। উত্তর ২৪ পরগনার মোহনপুর থানার অন্তর্গত বারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা তিনি। বাবার মৃত্যু হয়েছে। দিদির বিয়ে হয়ে গিয়েছে। তারপর থেকে বাড়িতে একাই থাকতেন যুবক। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নেশায় প্রবল আসক্ত ছিলেন কুণাল। সেই কারণে তাঁকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। মাস তিনেক হল সে ছাড়া পেয়েছে। তারপর কিছুদিন দিদির বাড়িতে থেকে ফের পূর্ব রবীন্দ্রপল্লির পৈত্রিক বাড়িতে থাকা শুরু করেন যুবক।

দিন পাঁচেক আগে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বলেই প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যে থেকে বাড়ি থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। তাতেই সন্দেহ দানা বাঁধে মনে। এরপর এদিন উদ্ধার হয় কুণালের পচাগলা মৃতদেহ। পুলিশ জানিয়েছে, শারীরিক অসুস্থতা থেকেই যুবকের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমান। মৃতদেহে আঘাতের কোন চিহ্ন মেলেনি, ঘরের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। যদিও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement