Advertisement
Advertisement
Alipurduar

বেয়াইবাড়ি যাওয়া হল না, ৪০ মিনিট রাস্তাতেই পড়ে দুর্ঘটনায় মৃত প্রাক্তন আরপিএফ অফিসারের দেহ!

তল্লাশি চালিয়ে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।

Body of former RPF officer found dead in road accident in Alipurduar for 40 minutes

দুর্ঘটনার পর রাস্তাতেই পড়ে স্কুটি। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 20, 2025 5:21 pm
  • Updated:September 20, 2025 5:21 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: মহালয়ার আগের দিন মেয়ের শ্বশুরবাড়ি যাওয়া হল না। রাস্তাতেই দুর্ঘটনায় মৃত্যু হল এক রিটায়ার্ড আরপিএফ অফিসারের। দুর্ঘটনার পর প্রায় ৪০ মিনিট রাস্তাতেই পড়ে থাকল মৃতদেহ! কেউ তাঁকে উদ্ধারে এগিয়ে আসেনি! পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়ায়। মৃতের নাম প্রদীপরঞ্জন ঘোষ।

Advertisement

জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরের বাসিন্দা বছর ৬৫-এর প্রদীপরঞ্জন ঘোষ। এদিন তিনি স্কুটি নিয়ে বীরপাড়ার তেলিপাড়ায় মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এশিয়ান হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। একটি গাড়ির সঙ্গে ধাক্কায় স্কুটি থেকে রাস্তাতেই ছিটকে পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই তিনি পড়েছিলেন। অভিযোগ, সেসময় রাস্তা দিয়ে অন্যান্যরা গাড়ি নিয়ে যাতায়াত করলেও কেউ তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে যায়নি। প্রায় ৪০ মিনিট রাস্তাতেই মৃতদেহ পড়ে থাকল!

পরে ডুয়ার্সের এক বাইক অ্যাম্বুল্যান্স চালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘটনা দেখে গাড়ি থামান। রক্তাক্ত ওই ব্যক্তিকে তিনি দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই তিনি মারা গিয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। দুঃসংবাদ শুনে কান্নার রোল উঠেছে মৃতের পরিবারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ