Advertisement
Advertisement
Nadia

নদিয়ায় ঘর থেকে উদ্ধার আইসিডিএস কর্মীর রক্তাক্ত দেহ, খুন করে পালাল স্বামী?

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Body of ICDS worker recovered in Nadia

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:May 30, 2025 5:59 pm
  • Updated:May 30, 2025 6:01 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: ঘরের মধ্যে থেকে উদ্ধার হল এক আইসিডিএস কর্মীর রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার এলাকায়। মৃতার নাম মঞ্জরা দাস (৫৫)। এদিন সকাল থেকেই তাঁর স্বামী নিখোঁজ। তাহলে কি স্ত্রীকে খুন করে পলাতক স্বামী? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

মঞ্জরা দাসের বাড়ি চাপড়া থানার দইয়ের বাজার ঢাকাপাড়া এলাকায়। তিনি এলাকায় আইসিডিএস কর্মী ছিলেন বলে খবর। শুক্রবার সকালে ওই বাড়ির ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ঘরের দরজাও খোলা ছিল। ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়রা ঘরের ভিতর ঢোকেন। দেখা যায়, ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মঞ্জরা দাস। ঘরের মধ্যে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। এরপরেই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক অনুমান, আইসিডিএস কর্মীকে লোহার ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবে একজন নাকি অনেকে মিলে এই ঘটনা ঘটিয়েছে? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাতেই ওই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তদন্তকারীরা। ওই মহিলার স্বামীও নিখোঁজ। তাই নিয়েও রহস্য বেড়েছে। স্ত্রীকে খুন করে কি পালিয়েছেন স্বামী? নাকি তাঁকে গুম করা হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। তাঁরও খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement