Advertisement
Advertisement
Kandi

বাড়ি ছেড়ে অন্যজনের সঙ্গে সংসার পেতেছে স্ত্রী, অবসাদে ‘আত্মঘাতী’ প্রথম স্বামী!

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

body of man recovered from locked house in Kandi

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 27, 2025 6:01 pm
  • Updated:June 27, 2025 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। পাশে পড়ে রক্তমাখা বঁটি। স্ত্রী পারিবারিক বিবাদের জেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী আবার বিয়ে করেছিলেন বলেও খবর। সেই কথা জানার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি! তার থেকেই কি তিনি আত্মহত্যা করেছেন? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির নাম আশিস মুখোপাধ্যায়(৪৬)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানা এলাকায়।

আশিস মুখোপাধ্যায়ের একটি ওষুধের দোকান আছে বলে খবর। তাঁর বাড়ি আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাহাদিয়া গ্রামে। স্ত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। বছর কয়েক আগে কৃষ্ণা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার জন্য বহুবার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু কিছুতেই ফল হয়নি। উপরন্তু কৃষ্ণা নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে আশিস জানতে পেরেছিলেন। তারপর থেকেই তিনি মুষড়ে থাকতেন বলে খবর। স্ত্রী চলে যাওয়ার পর ওই বাড়িতে তাঁর বৃদ্ধা মা, দশম শ্রেণির ছাত্র, একমাত্র সন্তানকে নিয়ে থাকছিলেন আশিস।

পরিবার সূত্রে খবর, এদিন দুপুরে নিজের ঘরের দরজা বন্ধ করেছিলেন আশিস। দুপুরে খাবারের জন্য বাবাকে খেতে দেখতে ডাকে ছেলে। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া মেলেনি বন্ধ ঘরের ভিতর থেকে, দরজাও খোলা হয়নি বলে অভিযোগ। এরপরেই স্থানীয়দের ডাকা হয়। দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই ভয়াবহ ঘটনা দেখতে পাওয়া যায়। স্থানীয়রাই রক্তাক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় কান্দি থানায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অকুস্থলে গিয়ে রক্তাক্ত বঁটি উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে। স্ত্রী চলে যাওয়ার পর মানসিক অবসাদেই কি আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি? ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement