Advertisement
Advertisement
Durgapur

ডেকে নিয়ে যান প্রেমিকা! ৩দিন নিখোঁজের পর উদ্ধার যুবকের দেহ, ত্রিকোণ সম্পর্কের জের?

দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Body of man recovered in Durgapur

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 7, 2025 12:38 pm
  • Updated:September 7, 2025 12:48 pm   

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ডেকে নিয়ে গিয়েছিলেন প্রেমিকা। তারপর তিনদিন নিখোঁজ যুবক। অবশেষে নিজের বাড়িরই জঙ্গল থেকে ঘেরা জায়গা থেকে উদ্ধার যুবকের দেহ। প্রেমিকা ও তাঁর বিশেষ বন্ধু খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ মৃতের দিদির। উঠছে ত্রিকোণ প্রেমের প্রশ্ন। ঘটনাটি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি এলাকার। অভিযুক্ত প্রেমিকার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে যুবকের আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

মৃত যুবকের নাম ভৈরব ক্ষেত্রপাল। বয়স ২৩ বছর। তিনি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি এলাকার বাসিন্দা। দিন তিনেক আগে যুবক নিখোঁজ হয়ে যান। পুলিশে অভিযোগ জানায় ভৈরবের পরিবার। প্রেমিকার বাড়িতে গিয়েও কথা বলেন। কিন্তু যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে বাড়ির পিছন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

ভৈরবের দিদি রিমা বার্নওয়ালের দাবি, অমরাবতীর ডিফেন্স কলোনির এলাকার বাসিন্দা রাখি বাউড়ির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর ভাই ভৈরবের। কিন্তু রাখি ভৈরবের পাশাপাশি অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তা নিয়ে ভৈরবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরমাঝেই তিনদিন আগে যুবক নিখোঁজ হয়ে যান। রিমা বলেন, “আমার ভাই তিনদিন ধরে নিখোঁজ ছিল। পুলিশকে জানিয়েছিলাম কিন্তু কোন খোঁজ মেলেনি। ওই মেয়েটি আমার ভাইকে নিয়ে গিয়েছিল। তারপরই মেরে ঝুলিয়ে দিয়েছে। যারা আমার ভাইকে এইভাবে মারলো তাদের শাস্তি চাই।”

যুবকের দেহ উদ্ধার হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। রাখির বাড়িতে ভাঙচুর করে ভৈরবের আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। নামাতে হয় কমব্যাট ফোর্স। রাখির পরিবারের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। এদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ