Advertisement
Advertisement

Breaking News

Islampur

ভুট্টাখেতে লাল ট্রলিব্যাগ! ভিতরে যুবকের ‘দলা পাকানো’ লাশ, চাঞ্চল্য ইসলামপুরে  

যুবকের নাম পরিচয় জানা যায়নি।

Body of man recovered in Islampur
Published by: Subhankar Patra
  • Posted:May 2, 2025 1:40 pm
  • Updated:May 2, 2025 1:52 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ফের ট্রলিব্যাগে দেহ উদ্ধার। এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের ইসলামপুর। শুক্রবার সকালে ইসলামপুর থানার সোনাখোদা এলাকার একটি ভুট্টাখেতের মধ্যে লাল ট্রলিব্যাগ পাওয়া যায়। তার ভিতরেই ছিল দলা পাকানো দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সোনাখোদা এলাকার ভুট্টাখেত থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয়রা সুটকেসটি দেখতে পারেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ট্রলিব্যাগ খুলতেই উদ্ধার হয় দেহ। দেহটি পুরুষের। বয়স ৪০ থেকে ৪৫-এর মধ্যে। তবে নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তে দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অন্য জায়গায় শ্বাসরোধ করে তাঁকে খুন করে ভুট্টা খেতে ফেলে যাওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এক আধিকারিক বলেন, “একটি লাল সুটকেসের ভিতরে দেহ উদ্ধার হয়েছে। পুরুষের দেহ। প্রাথমিক তদন্তে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন বেশি কিছু বলা সম্ভব নয়।”

রাজ্যে একের পর ট্রলিব্যাগে দেহ উদ্ধার হচ্ছে। আহিরীটোলা ঘাটে দেহ ফেলতে এসে গ্রেপ্তার হন দুই মহিলা। দিনকয়েক আগে বাগুইআটিতে একটি নালা থেকে ট্রলিব্যাগে এক তরুণীর দেহ উদ্ধার হয়। এবার ইসলামপুরে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement