Advertisement
Advertisement
Farakka

কামরা থেকে নেমে ছবি তুলতে যাওয়াই কাল! চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ছিটকে পড়েন যুবক, উদ্ধার পচাগলা দেহ

যুবক মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন।

Body of migrant worker who drowned in Ganga recovered in Farakka
Published by: Subhankar Patra
  • Posted:May 31, 2025 12:34 pm
  • Updated:May 31, 2025 12:39 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: ট্রেন থেকে নেমে গঙ্গার ছবি তুলতে যাওয়াই কাল! ট্রেন ছেড়ে দেওয়ায় চলন্ত গাড়িতে উঠতে গিয়ে গঙ্গায় ছিটকে পড়েন যুবক। বৃহস্পতিবার ফরাক্কার গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল শনিবার। ফরাক্কা ব্যারেজের ২৮ নম্বর স্লুইস গেটে পচাগলা দেহ ভেসে উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ। দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ শফিকুল। বয়স ২৭ বছর। তিনি মালদহের মানিকচক থানার মথুরাপুর পাঠানপাড়া এলাকার বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসাবে মুম্বইয়ে কাজ করতেন। বৃহস্পতিবার কুরবানি ইদ উপলক্ষ্যে কর্মভূমি এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর পিসির ছেলে রমজান খান ও আরও তিন পরিচিত। ট্রেন ফরাক্কা স্টেশন ছেড়ে সিগন্যাল না পেয়ে ব্যারেজের উপর দাঁড়ায়। কামরা থেকে নেমে গঙ্গার ছবি তুলতে যান যুবক। হঠাৎ ট্রেনটি ছেড়ে দেওয়ায় দ্রুত গতিতে কামরায় উঠতে গিয়ে মাথায় আঘাত লাগে শফিকুলের। রক্ত বেরতে থাকে। সঙ্গীরা তাঁকে চলন্ত ট্রেনে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন।  ছিটকে পড়ে গঙ্গার জলে তলিয়ে যান যুবক।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে নিউ ফরাক্কা জংশন স্টেশনের রেলের আরপিএফ ও জিআরপি। দিনভর তল্লাশি চলে। তবে দেহ পাওয়া যায়নি। আজ, শনিবার ফরাক্কা ব্যারেজের ২৮ নম্বর স্লুইস গেটের কাছে দেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পচাগলা দেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিবারকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement