Advertisement
Advertisement

Breaking News

Kakdwip

কাকদ্বীপে নিখোঁজ নাবালিকার দেহ মিলল পুকুরে, ধর্ষণ করে খুন?

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Body of missing girl found in pond in Kakdwip

ঘটনার পর ক্ষোভ ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 22, 2025 12:11 pm
  • Updated:April 22, 2025 12:11 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: জলসা শুনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এক নাবালিকা। একদিনের বেশি নিখোঁজ থাকার পর ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হল এলাকারই একটি পুকুরে। পুকুর সংলগ্ন মাঠের মধ্যে রক্তের দাগও পাওয়া গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। ওই নাবালিকাকে ধর্ষণের পর ‘খুন’ করা হয়েছে। এমনই অভিযোগ করেছে মৃতার পরিবার ও প্রতিবেশীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি কাকদ্বীপ বিধানসভার মাধবনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর ৯ নম্বর ঘেরি এলাকায়। রবিবার রাতে ওই এলাকায় একটি জলসা হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেই রাতে ওই নাবালিকাও জলসা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। তবে রাত পর্যন্ত সে আর ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও নাবালিকার সন্ধান পাওয়া যায়নি। সোমবার বেলাতেও বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হয়েছিল।

এরপর সোমবার রাতে এলাকারই একটি মাঠের মধ্যে পুকুরে এক নাবালিকার মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় ওই নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা। দেখা যায়, নিখোঁজ ওই নাবালিকার দেহই জলে ভাসছে। শুধু তাই নয়, মাঠের মধ্যে উদ্ধার হয় ওই নাবালিকার গলার লকেট ও মাথার ক্লিপ। মাঠের মধ্যেই রক্তের দাগ দেখতে পাওয়া যায়। মৃতদেহ দেখার পরেই উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ওই নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মৃতদেহ ওই পুকুরে ফেলে দেওয়া হয়। খবর দেওয়া হয় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement