Advertisement
Advertisement
Barasat

নাবালিকা নাতনিকে শ্লীলতাহানি! ২৪ ঘণ্টার মধ্যেই রেললাইনে উদ্ধার দাদুর ছিন্নভিন্ন দেহ, শোরগোল বারাসতে

বৃদ্ধ আত্মঘাতী হয়েছে বলেই অনুমান রেল পুলিশের।

Body of old man accused of molestation found railway tracks in Barasat

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:March 6, 2025 9:11 pm
  • Updated:March 6, 2025 9:11 pm   

সুব্রত বিশ্বাস ও অর্ণব দাস: নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ ওঠা দাদুর ছিন্নভিন্ন দেহ উদ্ধার। বৃহস্পতিবার তাঁর মৃতদেহ উদ্ধার হল বারাসত রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে।বৃদ্ধ আত্মঘাতী হয়েছে বলেই অনুমান রেল পুলিশের। প্রতিবেশীদের দাবি, লজ্জা ও অপমানেই আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নিরঞ্জন সাহা। তিনি বারাসত পুরসভার ২৯নম্বর ওয়ার্ডের মালির বাগান এলাকার বাসিন্দা। পেশায় হকার নিরঞ্জন বারাসত শহরে ঘুরে ঘুরে ঘুগনি, পাউরুটি বিক্রি করতেন। বুধবার তাঁর বিরুদ্ধে ন’বছরের নাতনিকে বাড়িতে একা পেয়ে অভব্য আচরণ-সহ শ্লীলতাহানির অভিযোগ ওঠে। নির্যাতিতার মা বাড়িতে ফেরার পর, নাবালিকা সবটা জানায়। সেই রাতেই বারাসত মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই বেপাত্তা হয়ে যান অভিযুক্ত দাদু। তল্লাশি চালিয়েও তাঁর হদিশ পায়নি পুলিশ।

এরপর এদিন বেলা বাড়তেই বারাসত স্টেশন সংলগ্ন বারাসত-হাসনাবাদ লাইনের একটি মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। পরিচয় জানতে বারাসত থানায় এই খবর এলে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তি শ্লীলতাহানিতে অভিযুক্ত নিরঞ্জন। তাঁর পরিবারের তরফে মৃতদেহ শনাক্ত করা হয়েছে। নাবালিকার মায়ের অভিযোগ করে জানিয়েছেন, “বাড়িতে আসার পরেই শ্বশুরের কুকীর্তির কথা মেয়ে আমাকে বলে। থানায় অভিযোগ করেছিলাম।” প্রতিবেশীদের দাবি, লজ্জা ও অপমানেই আত্মঘাতী হয়েছে বৃদ্ধ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ