Advertisement
Advertisement
Namkhana

স্কুল থেকে ফিরে চিঠি লিখে ‘আত্মঘাতী’ পঞ্চম শ্রেণির ছাত্রী! ঘনীভূত রহস্য

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Body of student recovered in Namkhana

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:September 3, 2025 12:29 pm
  • Updated:September 3, 2025 1:14 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাড়ির ছাদ থেকে উদ্ধার এক কিশোরীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকায়। মৃতার নাম এনাক্ষী কয়াল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, বছর এগারোর ওই কিশোরীর বাবা-মা পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্যে কাজের সূত্রে তাঁরা থাকেন। এনাক্ষী ও তার দিদি জ্যেঠু-জেঠিমার সঙ্গে নামখানা থানার উত্তর চন্দনপিঁড়ি গ্রামে থাকে। এনাক্ষী উত্তর চন্দনপিঁড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার আর পাঁচটা দিনের মতোই সে স্কুলে গিয়েছিল। নিদির্ষ্ট সময়ে সে স্কুল থেকে বাড়িও ফিরে আসে। এনাক্ষীর দিদি স্থানীয় মুরারি মোহন হাইস্কুলেরর ছাত্রী। স্কুল শেষের পর কোচিং ক্লাস সেরে সন্ধের পর সে বাড়ি ফেরে।

ঘরের ভিতর বোনকে দিদি দেখতে পায়নি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি হয়। তার মধ্যেই ঘরের ভিতর একটি চিঠি পাওয়া যায়। সেই চিঠি পড়ে ছাদে যেতেই দেখা যায়, ওই কিশোরী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। দিদির চিৎকারের ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় নামখানা থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে স্থানীয় দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ছাত্রী ‘আত্মঘাতী’ হয়েছে। কিন্তু কেন নিজেকে শেষ করে দিল সে?  সেই প্রশ্ন উঠেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ