Advertisement
Advertisement
Ashoknagar

রাস্তার ধারে পড়ে অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ! দশমীর সকালে চাঞ্চল্য অশোকনগরে

খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা।

Body of woman recovered in Ashoknagar

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:October 2, 2025 12:49 pm
  • Updated:October 2, 2025 12:52 pm   

অর্ণব দাস, বারাসত: দশমীর সকালে হাড়হিম কাণ্ড অশোকনগরে। রাস্তার ধার থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ। মাথা-সহ শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন।খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে যুবতীর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

Advertisement

বৃহস্পতিবার সাতসকালে অশোকনগর পাঁচ নম্বর মোড় এলাকায় যশোর রোডের পাশে যুবতীর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা বেরিয়ে দেখেন রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে পড়ে রয়েছে যুবতীর দেহ। তাঁরাই খবর দেন অশোকনগর থানায়। যুবতীর নাম পরিচয় জানা যায়নি। তিনি ওই এলাকায় এলেন কী করে? মৃত্যু হল কী করে? দুর্ঘটনা ঘটেছে না কি, পিছনে অন্য কারণ রয়েছে? সব নিয়েই ধোঁয়াশা রয়েছে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।

এদিকে দেহ উদ্ধারের পর ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দা শিপ্রা দে জানাচ্ছেন, “সকাল সাড়ে ৬টা নাগাদ এক মহিলা প্রথমে যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে সবাই আসি। দেখি দেহ পড়ে রয়েছে। শরীর ক্ষতবিক্ষত। দেখে চেনার উপায় নেই। কী কারণে মৃত্যু বোঝা যাচ্ছে না। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। তারা এসে দেহ উদ্ধার করেছে।” স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে এই ঘটনা। তবে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ