প্রতীকী ছবি।
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মাত্র ছ’মাস আগে ভালোবেসে বিয়ে করেছিলেন যুবক। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ! ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবকের নাম রাকিবুল্লা মোল্লা। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাকিবুল্লা মোল্লা সম্পর্কে পাথরপ্রতিমার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাইজুল হক মোল্লার ভাই। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রাকিবুল্লা দূর সম্পর্কের আত্মীয় মামাতো বোনের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পরিবারের অমতে গিয়ে ছ’মাস আগে মামার মেয়েকেই বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর থেকে স্ত্রী বাপেরবাড়িতেই থাকতেন বলে খবর। মাঝেমধ্যে রাকিবুল্লা শ্বশুরবাড়িতে গিয়ে থাকতেন।
শুক্রবার রাতে শ্বশুরবাড়ি গিয়ে থেকেছিলেন ওই যুবক। রাত সাড়ে তিনটে নাগাদ, রাকিবুল্লার বাড়িতে ফোন করে জানানো হয় তিনি গলায় দড়ি দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। দুঃসংবাদ শুনে দ্রুত ওই বাড়িতে যান ওই যুবকের বাড়ির লোকজন। দেখা যায়, খাটের উপর যুবকের দেহ শোওয়ানো অবস্থায় রয়েছে। গোটা ঘটনায় সন্দেহ হয় রাকিবুল্লার বাড়ির সদস্যদের। খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপে পাঠিয়েছে।
মৃতের পরিবারের লোকজন, শ্বশুরবাড়িতে রাকিবুল্লাকে ‘খুন’ করা হয়েছে। মৃত যুবকের শরীরের একাধিক জায়গায় আঁচড়ের চিহ্ন রয়েছে। ফাইজুল হকের অভিযোগ, তাঁর ভাইয়ের স্ত্রীর সঙ্গে একাধিক পুরুষের অবৈধ সম্পর্ক ছিল। রাকিবুল্লার শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে আটক করে নিয়ে যায়। পরে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে চলছে তদন্ত। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ খুন না আত্মহত্যা, তা পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.