Advertisement
Advertisement

Breaking News

Polerhat

পোলেরহাট এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য, চোর সন্দেহে পিটিয়ে খুন?

পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

Body of young man recovered in Polerhat area, beaten to death on suspicion of theft

ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 28, 2025 4:21 pm
  • Updated:June 28, 2025 4:21 pm  

দেবব্রত মণ্ডল, সোনারপুর: পাড়ার রাস্তায় উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। চোর সন্দেহে কি তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার নিউটাউনের লাগোয়া ধর্মতলার পাচুরিয়া এলাকায় আজ, শনিবার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারাই সেই মৃতদেহ প্রথমে দেখতে পান। খবর দেওয়া হয় পোলেরহাট থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহের পাশে একটি সাইকেল ও একাধিক সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। সেগুল ওই যুবকের বলে প্রাথমিক অনুমান পুলিশের। সেগুলিও উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু হল ওই যুবকের?

জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরি হচ্ছে। তাই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও রয়েছে।  তাহলে কি রাতের বেলা ওই অজ্ঞাতপরিচয় যুবককে যেতে দেখে চোর সন্দেহে মারধর করা হয়? গণপিটুনির জেরেই কি ওই যুবক মারা গিয়েছেন? সেই প্রশ্ন উঠছে। এই বিষয় নিয়ে স্থানীয়রা কিছু জানেন না বলেই জানানো হয়েছে। ওই যুবককে কি পিটিয়ে খুন করা হয়েছে? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement