Advertisement
Advertisement
Murshidabad

বাল্যবিবাহে যুগলকে আলাদা থাকার পরামর্শ পুলিশের! মুর্শিদাবাদে ‘আত্মঘাতী’ কিশোর-কিশোরী

চারমাস আগে বিয়ে করে তারা।

boy and girl killed herself in Murshidabad

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 26, 2025 8:23 pm
  • Updated:September 26, 2025 8:30 pm   

কল্যাণ চন্দ্র, বহরমপুর: বিয়ে করেছিল কিশোর-কিশোরী। জেলা শিশু সুরক্ষা দপ্তর কিশোর ও তার পরিবারকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। আলাদা থাকার কথা বলে পুলিশ! তারপর গত ২৩ তারিখ গলায় দড়ি দিয়ে ‘আত্মঘাতী’ হয় কিশোর। সেই শোকে বৃহস্পতিবার রাতে বিষ খায় কিশোরী। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বহরমপুরে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার মাস আগে বাগমারা এলাকার কিশোর বিয়ে করেন রানিনগর এলাকার কিশোরীকে। তা জানতে পেরে কিশোরকে ডেকে পাঠায় শিশু সুরক্ষা দপ্তর। ডাকা হয় তার পরিবারকেও। বোঝানো হয় প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে করা বেআইনি। তবে কিশোরীর পরিবারকে ডাকা হয়নি বলে দাবি।

পুলিশের দাবি, পরিবারকে পরামর্শ দেওয়া হয় বিয়ের বয়স না হওয়া পর্যন্ত কিশোর-কিশোরীকে আলাদা থাকতে হবে। তারপরই আত্মঘাতী হয় কিশোর। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে বিষ খায় কিশোরী। তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ওই কিশোরীর মৃত্যু হয়। ঘটনায় ভেঙে পড়েছে কিশোর-কিশোরীর পরিবার। শোকের ছায়া এলাকায়। তবে কেন আত্মহত্যা? পুলিশের অনুমান, কিশোর -কিশোরী এক সঙ্গে থাকতে পারবে না বলেই অবসাদে আত্মঘাতী হয়েছে তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ