প্রতীকী ছবি
সুমন করাতি, হুগলি: পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। এদিকে স্বামীর মৃত্যুর খবর শুনে ‘আত্মহত্যা’র চেষ্টা করেন স্ত্রী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে। মৃত যুবকের নাম উৎপল ঘোষ। পুলিশ অভিযুক্ত দাদা চঞ্চল ঘোষকে আটক করেছে।
গোঘাটের রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা চঞ্চল ঘোষ ও উৎপল ঘোষ। গতকাল, বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের মধ্যে কোনও কারণে বিবাদ দেখা দেয়। কিছু সময়ের মধ্যেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, চঞ্চল ঘোষ ভাই উৎপলকে বেধড়ক মারধর করেন। ঘটনায় জ্ঞান হারান তিনি। স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে স্থানীয় আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে স্বামীর মৃত্যুর খবর পৌঁছয় স্ত্রীর কাছে। স্ত্রী শ্রাবন্তী ঘোষ সেই খবর পাওয়ার পরেই গলায় দড়ি দিয়ে ‘আত্মহত্যা’র চেষ্টা করেন বলে অভিযোগ। যদিও সেই ঘটনা দেখে ফেলে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। জখম শ্রাবন্তী ঘোষকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ওই গ্রামে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। অভিযুক্ত চঞ্চল ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পারিবারিক বিবাদ থেকে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। অভিযুক্ত চঞ্চল ঘোষ আরামবাগ মহকুমা শাসকের অফিসে কর্মরত বলে খবর। ঘটনায় হতবাক বৃদ্ধ বাবা। বড়ছেলের হাতে ছোটছেলে প্রাণ হারিয়েছেন, এ কথা তিনি ভাবতেও পারছেন না। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.