Advertisement
Advertisement

Breaking News

Bsanti

অষ্টমীর আনন্দে শোকের ছায়া! বাসন্তীতে পথদুর্ঘটনা মৃত ১, গুরুতর জখম বেশ কয়েকজন

জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয় টোটোর।

Bsanti accident 1 dead 5 injured

নিজস্ব ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 30, 2025 2:22 pm
  • Updated:September 30, 2025 2:22 pm   

দেবব্রত মন্ডল, বারুইপুর: দুর্গা পুজোর অষ্টমীর সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা বাসন্তীতে। দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম রীতা মন্ডল। তার বয়স ২৯ বছর। পাশাপাশি ঘটনা গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয় টোটোর। সেখানেই এই ঘটনা ঘটেছে।

Advertisement

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত শিবগঞ্জ এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রীতা মন্ডলের। স্থানীয় মানুষ অন্যান্য গুরুতর আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁদের চিকিৎসার জন্য বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত পাঁচজনের নাম সুরজিত মন্ডল, বাপন বাড়ুই, রিঙ্কু বাড়ুই, সহদেব দত্ত এবং বিকাশ বিশ্বাস।

জানা গিয়েছে, আহত সকলেরই শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় সেখান থেকে সকলকেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে আহতদের স্থানান্তরিত করেন চিকিৎসকরা। অন্যদিকে ঠিক কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে কিছু জানা যায়নি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ ছয় জনের বাড়ি বাঘাযতীন এলাকার পাটুলি,বারুইপুরের উত্তর অংশের লালপোল এবং ক্যানিংয়ের তালদি এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ