জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সীমান্তে অস্ত্র পাচার রুখতে গুলি চালাল বিএসএফ (BSF)৷ গুলির আওয়াজ শুনে পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগের মধ্য থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৫০টি গুলি উদ্ধার করল বিএসএফ৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগদা (Bagda) থানার মধুপুর সীমান্ত এলাকায়৷
বিএসএফ জানিয়েছে, চোরাকারবারীরা ভারত (India) থেকে অস্ত্র বাংলাদেশে (Bangladesh) নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মধুপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রাতে নজরদারি ক্যামেরায় বাংলাদেশ দিক থেকে ৩ জনকে আসতে দেখেন৷ তার মধ্যে একজনকে ভারতের থেকে কিছু জিনিসপত্র নিয়ে সীমান্তের দিকে আসতে দেখেন। পাচারকারীদের সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখে জওয়ানরা তাঁদের দাড়াতে বলে৷ বারণ না শুনে তাঁরা সীমান্তর দিকে এগোতে থাকলে জওয়ানরা শূন্যে গুলি (Blank Fire) চালায়৷
গুলির আওয়াজ শুনে পাচারকারীরা ঝোপের আড়ালে পালিয়ে যায়। পরে ওই এলাকায় গিয়ে তল্লাশি চালালে একটি ব্যাগ উদ্ধার করে বিএসএফ৷ তার মধ্যে পিস্তল, গুলি, ম্যাগাজিন ছিল৷ উদ্ধার হওয়া অস্ত্র (Arms) বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে৷ দুষ্কৃতীরা অবশ্য পলাতক। তবে তারা কারা, সেসবের খোঁজ চলছে। মধুপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.