Advertisement
Advertisement
Burdwan

তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি! বর্ধমানে ভাইরাল যুবকের ‘কুকীর্তি’

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Burdwan man shows private parts to women, video goes viral
Published by: Sayani Sen
  • Posted:October 10, 2025 12:38 pm
  • Updated:October 10, 2025 12:38 pm   

সৌরভ মাজি, বর্ধমান: টোটোয় বসে চার তরুণী। পিছু ধাওয়া করছেন এক যুবক। তিনি বাইকে সওয়ার। মুখে মাস্ক। বাইক চালাতে চালাতেই প্যান্টের চেন খুলে ফেলেছেন। বারবার গোপনাঙ্গ দেখাচ্ছেন। টোটোয় সওয়ার তরুণী এই ‘অভব্যতা’ ক্যামেরাবন্দি করেন। সোশাল মিডিয়ায় পোস্টও করেন ভিডিওটি। ওই ভিডিওটি বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

ঘটনাটি বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ের। বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় টোটো চড়ে চার তরুণী যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বাইকে সওয়ার এক যুবক গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন করতে চেয়েছিলেন যুবক। যদিও তা পারেননি বলেই দাবি তরুণীর। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ওই যুবকের নাম বাবু বিশ্বাস। স্থানীয় এলাকারই বাসিন্দা। এই ঘটনার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। যা নজরে পড়ে বর্ধমান সাইবার থানার পুলিশের। যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ।

ওই যুবকের অশ্লীল আচরণের সময় রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। সকলের নজর এড়িয়ে কীভাবে এমন অশোভনীয় কাজ করলেন ওই যুবক, সে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ওই ভিডিও দেখে বলছেন, ওই যুবক বিকৃতকাম। সে কারণেই তরুণীদের দেখে এমন কাজ করেছেন। ওই যুবকের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন অনেকেই। এই ঘটনায় স্বাভাবিকভাবে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্কিত টোটোয় থাকা ওই চার তরুণীও। ওই যুবকের সঙ্গে তাঁদের কোনও ঘনিষ্ঠতা নেই বলেই জানা গিয়েছে। তা সত্ত্বেও ঠিক কোন উদ্দেশ্যে এই কাজ করেছেন ওই যুবক, আগেও এমন কাজ করেছেন কিনা, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  খুব শীঘ্রই ওই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই পুলিশ সূত্রে খবর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ