অর্ক দে, বর্ধমান: শেষ মুহূর্তে পরীক্ষা বাতিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কবে সেই পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়েও কিছু পষ্ট করে বলা হয়নি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আজ, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ১১টা থেকে স্নাতকোত্তরের বাংলার টার্ম পেপারের মৌখিক পরীক্ষা ও কিমিউনিটি এনজেগমেন্টের মৌখিক পরীক্ষা ছিল। বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি জারি করে তা স্থগিত করেছে। কিন্তু কেন? বিশ্ববিদ্যালয় সূত্র মারফত জানা গিয়েছে, ছাত্রছাত্রীরা জানিয়েছিলেন বৃহস্পতিবার যাতায়াতের সমস্যা হবে। সঠিক সময়ে উপস্থিত হতে পারবেন না। সেই আর্জিতে সারা দিয়ে পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ওয়াকিবহল মহলের, দাবি আজ, তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস। সেই উপলক্ষ্যে কলকাতায় যাবেন অনেকেই। রাস্তায় গণ পরিবহণে কিছুটা সমস্যা হবে। তাই বাতিল পরীক্ষা। বাম ছাত্র সংগঠনের দাবি, তৃণমূলের ছাত্র সংগঠনের অনুষ্ঠান বলে পরীক্ষার আগের রাতে তা বাতিল করে দেওয়া হল। তবে টিএমসিপি কিছু মন্তব্য করেনি। এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাতিল করলেও, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.