নিজস্ব চিত্র
সুমন করাতি, ব্যান্ডেল: আর পাঁচটা দিনের মতোই এগোচ্ছিল দিন। বাড়ির কাজে ব্যস্ত ছিলেন গৃহকর্ত্রী। সব কাজ মিটিয়ে দুপুরে স্নানে গিয়েছিলেন তিনি। স্নান সেরে বাথরুম থেকে বেরতে গিয়েই বিপত্তি! বুঝতে পারেন কেউ বা কারা বাইরে থেকে দরজা আটকে দিয়েছেন। তখনই বিপদের আঁচ করেছিলেন ওই গৃহবধূ। কোনও রকমে দরজা খুলে ঘরে আসতেই বুঝতে পারেন আশঙ্কা সত্যি হয়েছে। পরিবারের দাবি, চুরি গিয়েছে কিছু গয়না ও নগদ ৬০ থেকে ৭০ হাজার টাকা। উধাও বেশ কিছু জামাকাপড়ও।
ব্যান্ডেলের(Bandel) বৈশাখী সরণিতে বাস গোস্বামী পরিবারের। ঘরে কেউ না থাকার সুযোগে এই চুরি বলে মনে করছে ওই পরিবার। আজ, মঙ্গলবার দুপুরে ব্যান্ডেলের কোদালিয়া বৈশাখী সরেনী এলাকায় এমন চুরির ঘটনায় শোরগোল এলাকায়। ব্যান্ডেল ফাঁড়ির অদূরেই এভাবে চুরি হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত সেখানে আসে ব্যান্ডেল ফাঁড়ির থানার পুলিশ। পাশের বাড়ির সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, এক মহিলা ওই এলাকা থেকে বেরিয়ে আসছেন। সিসিটিভিতে ধরা পড়েছে ওই মহিলার ছবি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মহিলাই চুরি করেছেন নাকি অন্য কেউ রয়েছেন এর পিছনে তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.