Advertisement
Advertisement
Domkal

পঞ্চমীর রাতে ডোমকলে ব্যবসায়ীকে কুপিয়ে ‘খুন’, মাঠে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু

তদন্তে পুলিশ।

Businessman death in Domkal

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 28, 2025 9:22 am
  • Updated:September 28, 2025 9:28 am   

অতুলচন্দ্র নাগ, ডোমকল: পঞ্চমীর দিন ব্যবসায়ীকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ পরিচিতদের বিরুদ্ধে। শনিবার রাতে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ব্যক্তির। ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকার ঘটনা। তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর। তিনি হরিহরপাড়ার তরতিপুর গ্রামের বাসিন্দা। জিন্নাত জমি ব্যবসায়ী ছিলেন। পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে যান কয়েকজন পরিচিত। তাঁরাই জিন্নাতকে খুন করেছেন বলে অভিযোগ। ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকার একটি মাঠে রাতের বেলায় রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, জিন্নাত মৃত্যুর আগে ‘খুনি’দের নাম বলে গিয়েছেন। মৃতের ছেলে রাকিব আনসারি বলেন, “দুপুর বেলায় বাবাকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তারপর এই ঘটনা। কী কারণ তা বলতে পারব না। বাবা কয়েকজনের নাম বলে গিয়েছে। পুলিশ তদন্ত করুক।”

কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা। জমি সংক্রান্ত বিবাদ জেরে বচসা, তা থেকে খুন?  নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ। ঘটনায়  এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ