Advertisement
Advertisement
Ghola Murder Case

‘মুখ বন্ধ করতে টাকা অফার, তাতেই সন্দেহ হয়’, ঘোলার ট্রলি কাণ্ডে কী বলছেন অ্যাপ ক্যাব চালক?

কী জানালেন অ্যাপ ক্যাব চালক?

Cab driver Rahul Adhikari opens up over ghola murder case
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 12, 2025 2:53 pm
  • Updated:March 12, 2025 2:53 pm   

অর্ণব দাস, বারাকপুর: এত ভারী কেন ট্রলি? শুরুতেই প্রশ্ন জেগেছিল মনে। মাঝরাস্তায় যাত্রীদের সঙ্গে বচসা বাঁধতেই সেই ট্রলি খুলতে বলেছিলেন ক্যাব চালক রাহুল অধিকারী। তারপরই প্রকাশ্যে আসে গোটা বিষয়টা। ঘোলা ট্রলি কাণ্ডে মুখ খুললেন ক্যাব চালক। জানালেন ঠিক কী ঘটেছিল অভিশপ্ত রাতে।

Advertisement

ট্রলি কাণ্ড প্রকাশ্যে আসার পরই জানা গিয়েছিল যে ক্যাব চালকের বুদ্ধিমত্তার জেরেই নাকি ধরা পড়ে অভিযুক্তরা। ঠিক কী ঘটেছিল তা নিজেই জানালেন ক্যাব চালক রাহুল। তিনি এদিন জানান, কল্যাণী এক্সপ্রেসওয়েতে অন্ধকার দেখে গাড়ি দাঁড় করাতে বলতেই খটকা লাগে তাঁর। আহিরীটোলা কাণ্ড নিয়ে শোরগোলের মাঝে যুবকদের আচরণে চালকের মনে একাধিক প্রশ্ন জাগায়। এরপরই রাহুল জানতে চান কেন গাড়ি দাঁড় করানো হবে। তাতেই বাঁধে বচসা। এক পর্যায়ে গাড়ির ডিকিতে রাখা ট্রলিতে কী রয়েছে সেই প্রশ্ন তোলেন ওই ক্যাব চালক। তাতেই খানিকটা অস্বস্তিতে পড়েন ধৃত ২ যুবক করণ ও কৃষ্ণপাল। এতে রাহুলের সন্দেহ আরও দৃঢ় হয়। চেপে ধরতেই নাকি ধৃতরা বলে, “কিছু টাকা দিচ্ছি, আপনি চলে যান।”

সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে রাস্তায় টহলরত পুলিশদের ডাকেন রাহুল। ততক্ষণে বিপদ বুঝে উধাও হয়ে যায় এক যুবক। এদিকে ট্রলি খুলতেই মেলে যুবকের দেহ। তার হাত-মুখ বাধা ছিল সেলোটেপ দিয়ে। এরপরই প্রথমে করণ ও পরে কৃষ্ণপালকে গ্রেপ্তার করা হয়। যদি পুলিশি জেরার মুখে ব্যাগটি তার নয় বলে দাবি করে করণ। গোটা ঘটনায় রাহুলের ভূমিকার প্রশংসা করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবারই আদালতে তোলা হয়েছে ধৃতদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ