Advertisement
Advertisement
Domjur

ডোমজুড়ে দুর্ঘটনার কবলে প্রদীপ মজুমদারের গাড়ি, দুমড়ে গেল পিছনের অংশ, কেমন রয়েছেন মন্ত্রী?

পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে।

Car of WB minister met an accident in Domjur
Published by: Subhankar Patra
  • Posted:August 31, 2025 3:47 pm
  • Updated:August 31, 2025 4:25 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ায় দুর্ঘটনার কবলে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুপুর ১টা ৫মিনিট নাগাদ ১৬ নম্বরের জাতীয় সড়কে একটি আটা ফ্যাক্টরির কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। একটি লরি মন্ত্রীর গাড়ির পিছনের অংশে ধাক্কা মারে। গাড়িটি দুমড়ে গিয়েছে। তবে মন্ত্রীর কোনও আঘাত লাগেনি। তিনি সুস্থই রয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

রবিবার ডানকুনির দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন মন্ত্রী। সামনে ছিল পাইলট কারও। তবে ডোমজুড়ের ১৬ নম্বর জাতীয় সড়কে এল ন্যাক এলাকায় আটা কারখানার দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। তীব্র গতিতে ছুটে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার যে গাড়িতে বসে ছিলেন, সেই গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে। অভিঘাতে মন্ত্রীর গাড়ির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে প্রদীপবাবুকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে বার করে নিয়ে আসা হয়। তিনি সুস্থই রয়েছেন বলে খবর।

মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “লরিটি আমার গাড়িতে ধাক্কা মেরে বেরিয়ে গেলে, পিছন ফিরে তাকাতেই দেখি দু’জন বাইক আরোহী রাস্তায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। আমার সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের বলি গাড়িটিকে ধরতে। চালক মদ্যপ অবস্থায় ছিল। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। আমি সুস্থ আছি।”

এই খবর পাওয়ার পরই ছুটে আসে এলাকায় মোতায়েন ট্রাফিক পুলিশ। ঘটনায় লরির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটিকেও কী করে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ