Advertisement
Advertisement
Celebrity Durga Puja

‘প্রাণ ভরে খান লুচি-সুজি’, ডায়েট ভুলে পুজোয় মেতে ওঠার পরিকল্পনা রচনার

Rachna Banerjee: এবার পুজো কীভাবে কাটাবেন তৃণমূলের তারকা সাংসদ?

Celebrity Durga Puja: Rachna Banerjee shares Durga Puja tips
Published by: Sayani Sen
  • Posted:August 30, 2025 6:32 pm
  • Updated:September 1, 2025 4:43 pm   

সুমন করাতি, হুগলি: পেশায় অভিনেত্রী। ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো জনপ্রিয় রিয়ালিটি শো-র চালিকাশক্তি। রাজনীতির আঙিনায় তাঁর অবাধ বিচরণ। সংসদীয় এলাকার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। এত কাজের মাঝেও একজন দায়িত্ববান মা হিসাবে ছেলেকে সামলান।

Advertisement
Rachna Banerjee shares Durga Pujo 2025 tips
ছেলের সঙ্গে রচনা। ছবি: ইনস্টাগ্রাম

বলা চলে হুগলির তারকা সাংসদ রচনা যেন নিজেই দশভূজা। মা দুর্গার মতো দশহাতে সব দায়িত্ব সামলান। হাজার ব্যস্ততার মাঝে সকলের সঙ্গে আনন্দ করে পুজো কাটানোর ভাবনা তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের।

Celebrity Durga Pujo 2025
সাংবাদিক বৈঠকে তারকা সাংসদ

তিনি তারকা। কলকাতার বাসিন্দা। রাজনীতিতে একেবারে আনকোরা। ‘দিদি নম্বর ওয়ান’ রচনার উপর ভরসা রেখেছিলেন বাংলার ‘দিদি’ মমতা। চব্বিশের লোকসভা নির্বাচনে হুগলির প্রার্থী করেছিলেন তাঁকে। ভরসা বিফলে যায়নি। মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ের হাসি হেসেছিলেন রচনা।

Celebrity Durga Pujo
চব্বিশের লোকসভা ভোটে জয়ের পর বাংলার ‘দিদি’র সঙ্গে ‘দিদি নম্বর ওয়ান’

নিন্দুকদের অনেকেই বলেছিলেন, ভোটে জেতার পর হুগলিতে আর দেখাই পাওয়া যাবে না অভিনেত্রী-সাংসদের। নিজের কাজ দিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন রচনা। ‘নব্য’ রাজনীতিক রচনাই যেন এখন হুগলির ‘ঘরের মেয়ে’। নিজের সংসদীয় এলাকায় এখন নিত্য যাতায়াত তাঁর। সকলের সমস্যায় পাশে থাকেন। তাই শুটিং, দলীয় কাজকর্ম নিয়ে বেজায় ব্যস্ত।

Celebrity Durga Pujo: Rachna Banerjee shares Durga Puja tips
অনুষ্ঠান সঞ্চালনায় তারকা সাংসদ রচনা

তা বলে বাঙালি হয়ে দুর্গাপুজোর আনন্দে গা ভাসাবেন না, তা কি হতে পারে? রচনা বলছেন, “কাজ নিয়ে ব্যস্ত। তবে নিজের সংসদীয় এলাকায় থাকব। ঘুরে ঘুরে প্রতিটি পুজো দেখব। আনন্দ করে সকলের সঙ্গে কাটানোর চেষ্টা করব।” নিজের সংসদীয় এলাকার দুর্গাপুজো সেরার সেরা হোক আশা রচনার। তারকা সাংসদের কথায়, “জেলার দুর্গাপুজো এখন অনেক ভালো হয়ে গিয়েছে। কলকাতাকে টেক্কা দিচ্ছে কিছু কিছু। আমি চাইব আমার হুগলি জেলার পুজো যেন শ্রেষ্ঠ হয়।”

Rachna Banerjee shares Durga Puja 2025 tips
তৃণমূলের দলীয় অনুষ্ঠানে রচনা বন্দ্যোপাধ্যায়

হাজার ব্যস্ততার মাঝে নিজের যত্নের কোনও খামতি রাখেন না রচনা। সম্প্রতি বিখ্যাত হেয়ার ড্রেসারের কাছে গিয়ে নিজের স্টাইল বদলান তারকা সাংসদ। সোশাল মিডিয়ায় সে ছবি-ভিডিও ভাইরাল। পুজোতে কি ফের লুক বদল করবেন? হাসিমুখে রচনা বলেন, “এখন চুল ছোট আছে, আবার লম্বা হয়ে যাবে।”

Rachana-Banerjee
বিখ্যাত হেয়ার ড্রেসারের কাছে রচনা। ছবি: ইনস্টাগ্রাম

তবে পোশাক নিয়ে কোনও কাটাছেঁড়া পছন্দ করেন না রচনা। বছরকার পাঁচটা দিন শাড়ি পরে কাটানোর ভাবনা তাঁর।

Rachna Banerjee shares Durga Puja tips
শাড়িই প্রথম পছন্দ রচনার। ছবি: ইনস্টাগ্রাম

বয়স পঞ্চাশের গণ্ডি পেরিয়ে গিয়েছে। রচনার সৌন্দর্যের চাবিকাঠি নিয়মিত শরীরচর্চা এবং মেপেজুপে খাওয়াদাওয়া। পুজোর পাঁচটাদিন কোনও ডায়েট নয়। প্রাণভরে খাওয়াদাওয়ার পক্ষে তারকা সাংসদ। তাঁর পরামর্শ, “পুজোর পাঁচটা দিন কোনও ডায়েট নয়, প্রাণ ভরে খাও লুচি, সুজি ও নাড়ু। গরমে ডাবের জল, ফল আরও বেশি করে খান।” গোটা রাজ্যবাসীকে পুজোর আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

Celebrity Durga Puja
দলীয় কর্মসূচিতে হুগলির তারকা সাংসদ

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ