নিজস্ব ছবি
সুবীর দাস, কল্যাণী: এ যেন সরষের মধ্যে ভূত! চাকদহের বেসরকারি ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় নয়া মোড়। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ব্যাঙ্কের ম্যানেজার-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত অভিজিৎ ঘোষ ওই ব্যাঙ্কের ম্যানেজার এবং বাপ্পা ঘোষ ওই ব্যাঙ্কেরই কর্মী। শুক্রবার তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।
গত ১৯ আগস্ট, নদিয়ার চাকদহ থানার লালপুরের একটি বেসরকারি ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটে। ওই সন্ধ্যায় দু’জন সশস্ত্র দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে চারজন কর্মীকে আটক করে। প্রায় ১৫ কেজি ৭০০ গ্রাম সোনার গয়না নিয়ে পালায়। ঘটনার পরই তৎপর হয় চাকদহ থানার পুলিশ। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। সেখানে দুই দুষ্কৃতীকে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই ফুটেজ দেখিয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ চলে। ব্যাঙ্কের কর্মীদের ধারাবাহিক জেরা করেন তদন্তকারীরা। এরপরই বিভিন্ন জায়গা থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ হেফাজত জেরার সময় উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস কুমার মৌর্য জানান, “ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত ৩ জনকে আমরা আগেই গ্রেপ্তার করেছিলাম। তাদের জিজ্ঞাসাবাদে আমরা ৪ কেজি ৬০০ গ্রাম সোনা, একটি আগ্নেয়াস্ত্র, ডাকাতির সময় ব্যবহৃত পোশাক ও টুপি উদ্ধার করেছি। বাকি সোনা উদ্ধারের জন্য অভিযান চলছে। এই ঘটনায় কাউকে রেহাই দেওয়া হবে না।” এরপরই ফের বড় সাফল্য। ডাকাতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে ব্যাঙ্ক ম্যানেজার-সহ দুই কর্মীকে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.