Advertisement
Advertisement
Maldah

প্লাবনে বানভাসি ঘরবাড়ি, খাট থেকে জলে পড়ে মর্মান্তিক মৃত্যু একরত্তির, আতঙ্ক মালদহের ভূতনিতে

দিন কয়েক আগে ওই এলাকাতেই আরও দু'জন জলে ডুবে মারা গিয়েছেন বলে খবর।

Child dies after drowning in Maldah

জলবন্দি সাধারণ মানুষ। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 19, 2025 2:50 pm
  • Updated:September 19, 2025 2:57 pm  

বাবুল হক, মালদহ: ভাঙনের কারণে বাড়ির মধ্যে ঢুকেছে বন্যার জল। ঘরের মধ্যে জমে থাকা সেই জলের মধ্যে পড়ে মৃত্যু হল দুই বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের হীরানন্দপুরের ভূতনির চর এলাকায়। দিন কয়েক আগে ওই এলাকাতেই আরও দু’জন জলে ডুবে মারা গিয়েছেন বলে খবর। বাঁধের ভাঙনে প্লাবণ ও একের পর এক মৃত্যুতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক, ক্ষোভ ছড়িয়েছে।

Advertisement

দিন কয়েক ধরেই ভূতনি চরের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গটোলার এলাকায় প্রবল ভাঙন চলছে। বন্যার জল এলাকা প্লাবিত করেছে। কিছু পরিবার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। ওই এলাকার কিছু পরিবার এখনও ওই এলাকায় থাকছে। এলাকার বাসিন্দা বিবেক মণ্ডলের বাড়িতেও জল ঢুকেছে। জলের মধ্যেই ওই পরিবার বাস করছে। গতকাল, বৃহস্পতিবার ঘরের মধ্যে খাটের উপর ঘুমোচ্ছিল দুই বছরের ছোট্ট শিশু সুমন মণ্ডল। ঘুমের মধ্যে ওই শিশুটি খাট থেকে গড়িয়ে ঘরের মধ্যে জমে থাকা জলের মধ্যে পড়ে যায়। সেসময় ঘরের মধ্যে কেউ ছিল না। কিছু সময় পরে শিশুর মা ঘরে ঢুকে দুধের সন্তানকে জলের মধ্যে পড়ে থাকতে দেখেন।

Child dies after drowning in Maldah
জলে ডুবেছে এলাকা। নিজস্ব চিত্র

দ্রুত ওই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া ওই এলাকায়। সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা। প্রসঙ্গত, গত কয়েকদিনে ওই এলাকায় জলে ডুবে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভূতনির জুলাব্দিটোলা এলাকায় জলে ডুবে মৃত্যু হয় একুশ বছরের রোজ শেখের। পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা এলাকায় মারা গিয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী হেমাঙ্গিনী মণ্ডল। এবার এই দুধের শিশুর মৃত্যুর ঘটনা সামনে এল। পরপর দু’বার বাঁধ ভাঙায় প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বানভাসি লক্ষাধিক মানুষ। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এরম মধ্যেই এই শিশুমৃত্যুর ঘটনা ঘটল। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার নিমতায় কয়েক মাসে আগে বৃষ্টিতে জলমগ্ন ঘরে খাট থেকে পড়ে একইভাবে মৃত্যু হয়েছিল এক শিশুর।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement