Advertisement
Advertisement
Chinsurah

SI পদে পরীক্ষা দিতে ভুল শহরে, ‘ফরিস্তা’ হয়ে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলেন চুঁচুড়ার অফিসার

যুবকের বাড়ি পূর্ব বর্ধমানে।

Chinsurah officer helps SI aspirant to reach exam centre
Published by: Subhankar Patra
  • Posted:October 12, 2025 1:21 pm
  • Updated:October 12, 2025 6:24 pm   

সুমন করাতি, হুগলি: পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার্থীর পাশে পুলিশকর্মী! অন্য স্টেশনে নেমে বিপাকে পড়েন ভিন জেলার পরীক্ষার্থী। সঠিক কেন্দ্রে পৌঁছনোর মতো অর্থও ছিল না তাঁর কাছে। ‘ফরিস্তা’ হয়ে পাশে দাঁড়ালেন পুলিশ অফিসার। ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পুলিশকে ধন্যবাদ দিচ্ছেন পরীক্ষার্থী।

Advertisement

পূর্ব বর্ধমানের সুরজকুমার সাউ। এসআই পদে পরীক্ষায় ফর্ম ফিলাপ করেছিলেন। তাঁর পরীক্ষাকেন্দ্র ব্যান্ডেলের সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়। কিন্তু তিনি ভুল করে নেমে পড়েন চুঁচুড়া স্টেশনে। ভুল বুঝতে পেরে টহলরত পুলিশ ভ্যানের কাছে গিয়ে সাহায্য চান। প্রথমে টোটোর ব্যবস্থা করা হয়। কিন্তু টোটো চালক যে ভাড়া চান, তা দিতে পারবেন বলে জানান সুরজ।

এরপরই আর দেরি না করে পুলিশ আধিকারিক সমীর কর্মকার সিদ্ধান্ত নেন পুলিশের ভ্যান করেই সুরজকে পৌঁছে দেবেন নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে। তারপরই সুরজকুমারকে পৌঁছে দেন সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়ে। নির্দিষ্ট সময়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন সুরজ। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার আগে তিনি বলেন, “আমার পরীক্ষাকেন্দ্র ছিল সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়। কিন্তু অন্য জায়গায় নেমে পড়ি। পুলিশের সাহায্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছি।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া শহরের বেশ কয়েকটি স্কুলে এসআই পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। ভিন জেলা থেকে বহু পরীক্ষার্থী শহরে এসেছেন। যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেই দিকে নজর রাখছিল পুলিশ। তখন সুরজ এসে সাহায্য চান। অভাবী ছাত্রকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি করেননি অফিসার সমীরবাবু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ