Advertisement
Advertisement
Chopra

বিয়ের ১০ দিন আগে হবু স্ত্রীকে ‘খুন’ করে থানায় আত্মসমর্পণ যুবকের, চোপড়ায় উত্তেজনা

দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ স্থানীয়দের।

Chopra man kills would be wife 10 days before wedding, surrenders
Published by: Suhrid Das
  • Posted:June 9, 2025 12:55 pm
  • Updated:June 9, 2025 1:04 pm   

শংকরকুমার রায়, রায়গঞ্জ: চলতি মাসের ১৯ তারিখে বিয়ের কথা ছিল দু’জনের। হবু স্ত্রীকে ‘খুন’ করে থানায় আত্মসমর্পণ করল যুবক। চা বাগান থেকে মৃতদেহও উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায়। ঘটনায় সোমবার সকাল থেকে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মৃতার পরিবার ও প্রতিবেশীরা পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ দেখান। দোষীদের কঠিন শাস্তির দাবি তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত তরুণীর নাম নার্গিস পারভিন (২০)।

Advertisement

পুলিশ ও মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা নার্গিস পারভিনের সঙ্গে সুলতান আহমেদের গত দেড় মাস আগে বিয়ে ঠিক হয়েছিল। আগামী ১৯ জুন তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। ছেলের বাড়ির থেকে পণ হিসেবে ৭ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে দাবি মৃতার পরিবারের। সেই কথা মেনেও নেওয়া হয়। শুধু তাই নয়, গত পরশু শনিবার সুলতানের পরিবারকে আগাম ৩ লক্ষ টাকা দেওয়া হয় বলে মেয়ের পরিবার জানিয়েছে। শনিবার রাতেই ওই তরুণীকে বাড়ি থেকে আধার, ভোটার নিয়ে বেরতে বলা হয়েছিল। কথা মতো তরুণী বাড়ি থেকে বেরনোর পর আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

রবিবারও তাঁকে না পাওয়ায় চোপড়া থানায় নার্গিসের পরিবার অভিযোগ জানিয়েছিল। গতকাল মধ্যরাতে থানায় গিয়ে সুলতান হবু স্ত্রীকে ‘খুন’ করার কথা জানায়। বলা হয়, সীমান্ত লাগোয়া চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের ফার্ম এলাকায় এক চা বাগানে দেহ মাটি চাপা দেওয়া আছে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। গভীর রাতে চা বাগান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এমন কাজ করল যুবক? সেই বিষয়ে এদিন সকাল পর্যন্ত কিছুই তিনি জানাননি বলে খবর। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

মৃতার পরিবারের অভিযোগ, সুলতানের বাবা, ভাই-সহ অন্যান্যরা এই কাজের সঙ্গে জড়িয়ে। তাঁদের গ্রেপ্তার ও দোষীদের কঠিন শাস্তির দাবি তোলা হয়েছে। আজ, সোমবার সকাল থেকেই লক্ষ্মীপুর এলাকা অশান্ত হয়ে ওঠে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ