Advertisement
Advertisement
Sitalkuchi

শীতলকুচি কাণ্ডে CID রিপোর্টে চাঞ্চল্য, সোমবারই ঘটনাস্থল পরিদর্শনে ব্যালেস্টিক টিম

গুলির ধরন খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাবেন আধিকারিকরা।

CID'S ballistic team is going to Sitalkuchi in Monday ।Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:June 6, 2021 11:03 am
  • Updated:June 6, 2021 11:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতলকুচি (Sitalkuchi) কাণ্ডে সিআইডি’র রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। সিআইডি রিপোর্ট পাওয়া তথ্য অনুযায়ী, বাইরে গণ্ডগোল হলেও বুথের ভিতর দরজা ভেদ করে গুলি ঢুকে যায়। গুলি লাগে ব্ল্যাকবোর্ডেও। বাইরে অশান্তি হওয়া সত্ত্বেও কীভাবে ভিতরে গুলি গেল, তা খতিয়ে দেখতে মরিয়া ফরেন্সিকের ব্যালেস্টিক টিম। সোমবার ঘটনাস্থলে যাবেন বিশেষজ্ঞরা।

Advertisement

চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচিতে ভোট (Assembly Election 2021) ছিল। এবারের ভোটে হিংসা রোখাই ছিল বড়সড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও হিংসা রোখা যায়নি। অশান্তির নিরিখে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই শিরোনামে চলে আসে শীতলকুচির জোরপাটকির ১২৬ নম্বর বুথ। গুলিবিদ্ধ হয়ে একে একে প্রাণহানি হয় চারজনের। যদিও ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছিল, তিনজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। তবে একজনের শরীরে মিলেছে স্প্লিন্টার। সিআইএসএফ যদি গুলি চালায় সেক্ষেত্রে কীভাবে স্প্লিন্টার এল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: মাদক খাইয়ে ধর্ষণ? রায়গঞ্জে বিবস্ত্র অবস্থায় তরুণী উদ্ধারের ঘটনায় ঘনাচ্ছে রহস্য]

এদিকে, সিআইডি রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই বুথের ভিতরেও গুলি ঢুকে গিয়েছিল। ব্ল্যাকবোর্ডে গুলি লাগে। বাইরে অশান্তি হলেও দরজা ভেদ করে কীভাবে ভিতরে গুলি গেল, তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সোমবার শীতলকুচিতে ঘটনাস্থল পরিদর্শনে য়াবেন ফরেন্সিকের ব্যালেস্টিক টিম। সোমবার তিন সদস্যের দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে। ঠিক কী ধরনের গুলি চলেছিল সেদিন, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আরও একবার ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে।

[আরও পড়ুন: কোভিড কেড়ে নিয়েছে ছোট বোনকে, শান্তির খোঁজে ‘যশ’ বিধ্বস্তদের পাশে কর্পোরেট কর্তা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement