প্রতীকী ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: তিনদিনের লড়াই শেষ। হাসপাতালে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সেই সিভিক ভলান্টিয়ারের। ছেলের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নার রোল বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া পঞ্চায়েতের জয়দেব পোল এলাকায়। মৃতের প্রেমিকের পরিবারের সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ খাঁ। তিনি ছিলেন পেশায় সিভিক ভলান্টিয়ার। কয়েকবছর আগে প্রতিবেশী সুস্মিতা মণ্ডলের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সুযোগকে হাতে লাগিয়ে বিশ্বজিতের কাছ থেকে প্রেমিকা ও তাঁর বাবা, মা, দিদি, ভাই এমনকী জামাইবাবুও প্রচুর টাকা-পয়সা হাতিয়ে নেয়। এক পর্যায়ে প্রেমিকের সঙ্গে দূরত্ব বাড়ায় তরুণী। তাতেই সমস্যার সূত্রপাত। রাগে-দুঃখে গত ১৫ আগষ্ট সকালে ধারালো অস্ত্র নিয়ে প্রেমিকাকে ভয় দেখাতে গিয়েছিলেন বিশ্বজিৎ। ধস্তাধস্তির সময় তরুণীর গলায় ও শরীরের অন্যান্য জায়গায় আঘাত লাগে। বোনকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় সুস্মিতার ভাই গোবিন্দ। তারও আঘাত লাগে।
এরপরই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বিশ্বজিৎ। স্থানীয়রা গুরুতর জখম সুস্মিতা, তাঁর ভাই গোবিন্দ ও সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিতের। মৃত সিভিক ভলন্টিয়ারের পরিবার তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের চরমতম শাস্তির দাবিতে সোচ্চার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.