Advertisement
Advertisement
Malda

পঞ্চায়েতের বৈঠকে ‘চুলোচুলি’, মালদহে চরমে বিজেপির গোষ্ঠী কোন্দল! দায়ের অভিযোগ

বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

Clash broke out among BJP members of panchayat in Malda
Published by: Subhankar Patra
  • Posted:August 29, 2025 2:48 pm
  • Updated:August 29, 2025 2:48 pm  

বাবুল হক, মালদহ: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল! বন্যা ত্রাণের টাকা খরচের রিজিউলেশন বৈঠকে চুলোচুলি, মারধরে জড়িয়ে পড়েন বিজেপির পঞ্চায়েত সদস্য-সদস্যরা। আক্রান্ত দু’পক্ষের দুই বিজেপি মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যা। একে অপরের বিরুদ্ধে পুলিশে দায়ের অভিযোগ করেছেন তাঁরা। বৃহস্পতিবার রাতে ধুন্ধুমার কাণ্ড বিজেপি পরিচালিত মালদহের মানিকচকের ভূতনীর দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

Advertisement

লাগাতার বৃষ্টির জন্য ভূতনীর দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের সমস্যা মেটাতে সরকারের তরফে বন্যাত্রাণ, নৌকা ভাড়া-সহ বিভিন্ন খাতে মোট ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। স্থানীয় প্রশাসনের তরফে সম্প্রতি সেই টাকা খরচের হিসাব চাওয়া হয়। রেজিউলেশন তৈরি জন্য বৈঠকে বসেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা। সূত্রের খবর, সেই বৈঠকে মতানৈক্য হয় তাঁদের। তা থেকে বাদানুবাদ। বচসা গড়ায় হাতাহাতিতে। চুলোচুলিও হয় বলে খবর। বিজেপির দুই মহিলা পঞ্চায়েত সদস্য একে-অপরের বিরুদ্ধে মারধর, পালটা মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন।

যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি জানান, বন্যাত্রাণের টাকা ভাগাভাগি নিয়েই বিজেপির আভ্যন্তরীণ কোন্দল। যদিও বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডলের দাবী, ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে। তারা আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement