Advertisement
Advertisement
Bhangar

ভাঙড়ের পর অশান্ত ক্যানিং, মনোনয়ন নিয়ে তৃণমূলের অন্তর্কলহ চরমে, ব্যাট-উইকেট নিয়ে আক্রমণ!

ঘটনাস্থলে প্রচুর পুলিশ, ব়্যাফ।

Clash broke out between two group of TMC working in Canning | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 14, 2023 11:01 am
  • Updated:June 14, 2023 1:18 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত ভোটের মনোনয়কে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাট ও উইকেট নিয়ে আক্রমণ, পালটা আক্রমণে উত্তাল হয়ে উঠল এলাকা। চলল বোমা-গুলি। এদিকে অশান্তি রুখতে মরিয়া পুলিশ। ঘটনাস্থলে ব়্যাফও। তাঁদের সামনেও চলছে অশান্তি।

Advertisement

পঞ্চায়েতের মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে প্রতিদিন। বৃহস্পতিবার মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। চলছে গুলি। জখম হয়েছেন বহু। কয়েকঘণ্টা ধরে চলছে অশান্তি। তারপর গোটা রাত পেরিয়েছে। এদিন মোটের উপর শান্ত ভাঙড়। তবে এখনও থমথমে এলাকা। নতুন করে অশান্তির দেখা না দিলেও আতঙ্কে ভাঙড়ের বাসিন্দারা। মোতায়েন রয়েছে পুলিশ।

[আরও পড়ুন: তৃণমূল না করলে ৭ দিনের মধ্যে খুন, BJP বিধায়ককে হুমকি দিয়ে মাওবাদী পোস্টার! চাঞ্চল্য পুরুলিয়ায়]

এদিকে তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে ক্যানিং বাস স্ট্যান্ড এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী। একদলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ। এরপরই চরমে ওঠে অশান্তি। ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পালটা আক্রমণ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ, ব়্যাফ। তৃণমূলের একদলকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে। চলল গুলি-বোমা। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। 

 

[আরও পড়ুন: একসময়ের দাপুটে নেতা, অধুনা ‘বিস্মৃত’, সেই দুধকুমার মণ্ডল ফের প্রার্থী হচ্ছেন পঞ্চায়েতে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement